স্বাস্থ্যসেবা ও সরকারের ভূমিকা : মডিউল-৬ : সেশন-8

স্বাস্থ্যসেবা ও সরকারের ভূমিকা

মডিউল-৬/সেশন-৪

স্বাস্থ্যসেবা ও সরকারের ভূমিকা

শত প্রতিকুলতার মধ্য দিয়ে দেশের বার্ষিক প্রবৃদ্ধির হার শতকরা কত ভাগের বেশি অর্জিত হয়েছে? — ৬ ভাগের বেশি।

আমাদের দেশের প্রায় কত কোটি কিশোর-কিশোরী? — প্রায় তিন কোটি।

কারা দেশের ভবিষ্যত? — কিশোর-কিশোরীরা।

মানুষের জীবনে কোন কাল অত্যন্ত জটিল? — বয়ঃসন্ধি কাল।

কোন সময় বালক-বালিকাদের শারীরিক গঠন বাহ্যিকভাবে পরিবর্তন হয়ে যুবক-যুবতীতে পরিণত হয়? — বয়ঃসন্ধি কালে।

বয়সন্ধির সময় প্রতিটি কিশোর-কিশোরীর শরীরের ভেতরে কোন ধরনের হরমোন অত্যাধিক বেশি পরিমাণে শরীরের বিভিন্ন Gland থেকে নিঃসৃত হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বৃদ্ধিও পরিণত করতে সহায়তা করে? — গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, পিটুইটারি হরমোন, ইনসুলুন ইত্যাদি।

বয়সন্ধিকালে পুরুষ বালকের ক্ষেত্রে কি হরমোন শরীরে নিঃসৃত হয়? — টেস্টোস্টেরন নামক মেল হরমোন।

কোন হরমোনের কারণে একজন পুরুষ মানুষ প্রজনন ক্ষমতা ও যৌনতা বৈশিষ্ট্য লাভ করে? — টেস্টোস্টেরন নামক মেল হরমোন।

বালিকা থেকে নারীতে পরিণত হওয়ার ক্ষেত্রে কোন হরমোন নিঃসৃত হয়? — দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। যথাঃ এসট্রোজেন এবং প্রোজেসটেরন।

কিশোর-কিশোরীর ___ সময় প্রত্যেক পিতামাতার বিশেষ যত্ন নেয়া জরুরী। — বয়ঃসন্ধির।

ডায়রিয়া এক প্রকার ___ রোগ। — পানি বাহিত।

দূষিত পানিতে রয়েছে ক্ষতিকর অণুজীব, দূষিত পানি পান, রান্না, থালা-বাসন, খাদ্যদ্রব্য ইত্যাদিতে দূষিত পানি ব্যবহার করলে কোন রোগ হয়? — ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড ইত্যাদি রোগ ছড়ায়।

সরকারি স্বাস্থ্য কেন্দ্র ছারাও দেশে আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র যথা- ICDDR, B ব্যাপকভাবে ডায়রিয়া জনিত রোগের সুচিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকে।

কুষ্ঠ রোগ কোন জাতীয় জীবাণুর সংক্রমনে হয়ে থাকে? — ব্যাকটেরিয়া জাতীয়।

আমাদের সবার শরীরে কুষ্ঠ রোগের জীবাণু থাকলেও শুধুমাত্র কত শতাংশ মানুষ এ রোগে আক্রান্ত হয়? — ২ শতাংশ।

কোন রোগের চিকিৎসা ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী বিধায় নিম্ন আয়ের মানুষের পক্ষে ব্যয় বহন করা অসাধ্য। এজন্য সরকার চিকিৎসাসেবা বিভিন্ন সেবাকেন্দ্রের মাধ্যমে দিয়ে থাকে? — কুষ্ঠ রোগের।

কুষ্ঠ রোগীর সাক্ষাৎ পেলে অনতিবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রেরণ করা একজন ফার্মাসিস্ট এর কেনা ধরনের দায়িত্ব? — সামাজিক ও নৈতিক দায়িত্ব।

আমাদের দেশের কোন অঞ্চলে ম্যালেরিয়া রোগ ব্যাপকভাবে পরিলিক্ষিত হয়? — পার্বত্য এলাকায়।

দেশের নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার বিনামূল্যে কি দিয়ে থাকে? — ম্যালেরিয়ার ওষুধ ও বিশেষ ধরনের মশারী।

ফার্মাসিস্ট যদি কোন ম্যালেরিয়া সংক্রমিত রোগীর সন্ধান পান, তাহলে কি করবেন? — তাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করতে সাহায্য করবেন।

ম্যালেরিয়া কি? — ম্যালেরিয়া এক ধরনের পরজীবী অণুজীব। এই পরজীবী অণুজীব মশার শরীরের ভিতরে থাকে এবং মশা যখন মানুষের শরীরে কামড় দেয় তখন মানুষের শরীরে প্রবেশ করে এবং সংক্রমিত হয়।


Click to rate this post!
[Total: 2 Average: 3.5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like