মডিউল-৬/সেশন-৪
স্বাস্থ্যসেবা ও সরকারের ভূমিকা
শত প্রতিকুলতার মধ্য দিয়ে দেশের বার্ষিক প্রবৃদ্ধির হার শতকরা কত ভাগের বেশি অর্জিত হয়েছে? — ৬ ভাগের বেশি।
আমাদের দেশের প্রায় কত কোটি কিশোর-কিশোরী? — প্রায় তিন কোটি।
কারা দেশের ভবিষ্যত? — কিশোর-কিশোরীরা।
মানুষের জীবনে কোন কাল অত্যন্ত জটিল? — বয়ঃসন্ধি কাল।
কোন সময় বালক-বালিকাদের শারীরিক গঠন বাহ্যিকভাবে পরিবর্তন হয়ে যুবক-যুবতীতে পরিণত হয়? — বয়ঃসন্ধি কালে।
বয়সন্ধির সময় প্রতিটি কিশোর-কিশোরীর শরীরের ভেতরে কোন ধরনের হরমোন অত্যাধিক বেশি পরিমাণে শরীরের বিভিন্ন Gland থেকে নিঃসৃত হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বৃদ্ধিও পরিণত করতে সহায়তা করে? — গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, পিটুইটারি হরমোন, ইনসুলুন ইত্যাদি।
বয়সন্ধিকালে পুরুষ বালকের ক্ষেত্রে কি হরমোন শরীরে নিঃসৃত হয়? — টেস্টোস্টেরন নামক মেল হরমোন।
কোন হরমোনের কারণে একজন পুরুষ মানুষ প্রজনন ক্ষমতা ও যৌনতা বৈশিষ্ট্য লাভ করে? — টেস্টোস্টেরন নামক মেল হরমোন।
বালিকা থেকে নারীতে পরিণত হওয়ার ক্ষেত্রে কোন হরমোন নিঃসৃত হয়? — দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। যথাঃ এসট্রোজেন এবং প্রোজেসটেরন।
কিশোর-কিশোরীর ___ সময় প্রত্যেক পিতামাতার বিশেষ যত্ন নেয়া জরুরী। — বয়ঃসন্ধির।
ডায়রিয়া এক প্রকার ___ রোগ। — পানি বাহিত।
দূষিত পানিতে রয়েছে ক্ষতিকর অণুজীব, দূষিত পানি পান, রান্না, থালা-বাসন, খাদ্যদ্রব্য ইত্যাদিতে দূষিত পানি ব্যবহার করলে কোন রোগ হয়? — ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড ইত্যাদি রোগ ছড়ায়।
সরকারি স্বাস্থ্য কেন্দ্র ছারাও দেশে আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র যথা- ICDDR, B ব্যাপকভাবে ডায়রিয়া জনিত রোগের সুচিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকে।
কুষ্ঠ রোগ কোন জাতীয় জীবাণুর সংক্রমনে হয়ে থাকে? — ব্যাকটেরিয়া জাতীয়।
আমাদের সবার শরীরে কুষ্ঠ রোগের জীবাণু থাকলেও শুধুমাত্র কত শতাংশ মানুষ এ রোগে আক্রান্ত হয়? — ২ শতাংশ।
কোন রোগের চিকিৎসা ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী বিধায় নিম্ন আয়ের মানুষের পক্ষে ব্যয় বহন করা অসাধ্য। এজন্য সরকার চিকিৎসাসেবা বিভিন্ন সেবাকেন্দ্রের মাধ্যমে দিয়ে থাকে? — কুষ্ঠ রোগের।
কুষ্ঠ রোগীর সাক্ষাৎ পেলে অনতিবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রেরণ করা একজন ফার্মাসিস্ট এর কেনা ধরনের দায়িত্ব? — সামাজিক ও নৈতিক দায়িত্ব।
আমাদের দেশের কোন অঞ্চলে ম্যালেরিয়া রোগ ব্যাপকভাবে পরিলিক্ষিত হয়? — পার্বত্য এলাকায়।
দেশের নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার বিনামূল্যে কি দিয়ে থাকে? — ম্যালেরিয়ার ওষুধ ও বিশেষ ধরনের মশারী।
ফার্মাসিস্ট যদি কোন ম্যালেরিয়া সংক্রমিত রোগীর সন্ধান পান, তাহলে কি করবেন? — তাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করতে সাহায্য করবেন।
ম্যালেরিয়া কি? — ম্যালেরিয়া এক ধরনের পরজীবী অণুজীব। এই পরজীবী অণুজীব মশার শরীরের ভিতরে থাকে এবং মশা যখন মানুষের শরীরে কামড় দেয় তখন মানুষের শরীরে প্রবেশ করে এবং সংক্রমিত হয়।