ওষুধের বিরুপ প্রতিক্রিয়া এবং ফার্মাকোভিজিলেন্স : মডিউল-৪ : সেশন-৫

ওষুধের বিরুপ প্রতিক্রিয়া ও ফার্মাকোভিজিলেন্স

মডিউল-৪/সেশন-৫

ওষুধের বিরুপ প্রতিক্রিয়া এবং ফার্মাকোভিজিলেন্স

ক্লোরফেনিরামিন সেবনে রোগীর প্রতিক্রিয়া কি হয়? — ঘুম পায়।

সকল ওষুধেরই কি রয়েছে? — পার্শ্বপ্রতিক্রিয়া।

ওষুধ সেবনের ক্ষতিকর ফল যা কাঙ্খিত নয় তাকে কি বলে? — ওষুধের বিরুপ প্রতিক্রিয়া।

ওষুধের বিরুপ প্রতিক্রিয়ায় রোগী কি ধরনের সমস্যায় পড়তে পারেন? — গুরুতর সমস্যায় পড়তে পারেন।

কত সংখ্যক রোগী ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার সম্মুখীণ হয়? — খুব স্বল্পসংখ্যক।

ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার ফলে রোগী কী ধরনের সমস্যায় পড়তে পারেন?
— দীর্ঘমেয়াদী হাস্পাতালে অবস্থান।
— কোন অঙ্গের স্থায়ী ক্ষতি।
— গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি।
— মৃত্যু।

ইনসুলিনের কাজ কি? — ইনসুলিন রক্তে গ্লুকোজ কমায়।

রক্ত জমাট বাধা কমানোর ওষুধ সেবনে কি হতে পারে? — রক্তক্ষরণ বৃদ্ধি পেতে পারে।

Opioid সেবনে কি বৃদ্ধি পেতে পারে? — ঘুম।

তীব্র এলার্জির কারণে কি হতে পারে? — মৃত্যুঝুঁকি তৈরি হতে পারে।

টাইপ-সি : দীর্ঘিমেয়াদী প্রভাবঃ দীর্ঘদিন ওষুধ সেবনের ফলে হতে পারে (যেমন- NSAID বা ব্যাথানাশক-কিডনিতে Analgesic Nephropathy).

টাইপ-ডি : বিলিম্বিত প্রভাবঃ যেমন- Thalidomide ব্যবহারে গর্ভস্থ শিশুর উপর প্রভাব ফেলে এবং শিশু জন্মগত ত্রুটিসহ জন্ম নেয়, গর্ভাবস্থায় Stilbestrol এর ব্যবহার ২০ বৎসরের বেশী সময় পর কন্যার যোনীপথে (Vagina) ক্যান্সারের কারণ হতে পারে।

যে কোন ধরনের বিরুপ প্রতিক্রিয়ায় রোগীকে কোথায় পাঠাতে হবে? — নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে।

মহিলা রোগীকে ওষুধ দেওয়ার সময় কি জিজ্ঞেস করতে হবে? — গর্ভবতী কিনা বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন কি না।

ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার ঘটনা কাকে জানাতে হবে? — ওষুধ প্রশাসন অধিদপ্তর ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে।

ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার ঘটনা কোথায় রেকর্ড/লিপিবদ্ধ করতে হবে? — ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ফরমে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের ফরম টি কোথায় রয়েছে? — ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওয়েব পেজ www.dgda.gov.bd তে।

ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার ফরমটি পূরণ করে কার নিকট পাঠাতে হবে? — ঔষধ প্রশাসনের প্রতিনিধি Superintendent of Drug / Drug Inspector এর নিকটে।

কারা ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার ক্ষেত্রে বেশি ঝুঁকিতে আছেন?
— যারা নতুন আবিষ্কৃত ওষুধ সেবন করছেন;
— গর্ভবতী মা;
— ধূমপায়ী;
— মাদক সেবনকারি;
— যাদের বয়স ৬০ বছরের বেশি;
— যাদের একই সাথে অনেকগুলো ওষুধ সেবন করতে হয়।

কিছু ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার উদাহরণ

অন্ত্রে রক্তক্ষরণব্যাথানাশক (NSAID)
রক্ত জমাট বেঁধে যাওয়াহরমোন জাতীয় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
কানে শুনতে সমস্যা ও কিডনিতে সমস্যাঅ্যামাইনোগ্লাইকোসাইড এন্টিবায়োটিক
পারকিনসনিজমপ্রথম জেনারেশনের মানসিক সমস্যার ওষুধ সমূহ
এগ্রানুলোসাইটোসিসক্লোজাপাইন (মানসিক রোগের ওষুধ)
চুল পড়ে যাওয়াক্যান্সার বিনাশী ওষুধসমূহ
এপ্লাস্টিক অ্যানিমিয়া (রক্তকণিকা গঠিত না হওয়া)ক্লোরামফেনিকল

ওষুধ সেবন এর ফলে কখনো কখনো অপ্রত্যাশিত যে প্রতিক্রিয়া ঘটে থাকে তাকে কি বলে? — বিরুপ প্রতিক্রিয়া।

ওষুধের বিরুপ প্রতিক্রিয়া কয় ধরনের? — ৫ ধরনের।

দীর্ঘদিন ব্যথা নাশক ওষুধ সেবন এর ফলে নিচের কোন বিরুপ প্রতিক্রিয়া হবে? — কিডনিতে এনালজেসিক ন্যাপরোপ্যাথি।

ব্যথানাশক ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার উদাহরণ কোনটি? — অন্ত্রে রক্তক্ষরণ।

প্রথম জেনারেশন মানসিক সমস্যার ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার উদাহরণ কোনটি? — পারকিনসনিজম।

ক্যান্সার জাতীয় ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার উদাহরণ কোনটি? — চুল পড়া।

নিচের কোনটি ওষুধের বিলম্বিত বিরুপ প্রতিক্রিয়া হবে? — শিশুর জন্মগত ত্রুটি।

এমাইনোগ্লাওক্লোসাইড এন্টিবায়োটিকের বিরুপ প্রতিক্রিয়ার উদাহরণ কোনটি? — কিডনিতে সমস্যা ও কানে শুনতে সমস্যা।

নিচের কোন বিরুপ প্রতিক্রিয়াটি ওষুধের ডোজ নির্ভরশীল নয়? — ত্বকের র‍্যাশ বা এলার্জি।

নিচের কোনটি ওষুধের ফার্মাকোলজিক্যাল প্রভাব তথা ডোজ নির্ভর ও ধারণাকৃত বিরুপ প্রতিক্রিয়া? — রক্ত জমাট কমানোর ওষুধ সেবনের রক্তক্ষরণ বৃদ্ধি।

ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার ফলে রোগী কি ধরনের সমস্যায় পড়তে পারেন?
— গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি হতে পারে;
— শরীরের কোন অঙ্গের স্থায়ী ক্ষতি হতে পারে;
— দীর্ঘ মেয়াদে হাসপাতালে অবস্থান বা মৃত্যু।

কোন বয়সের মানুষ বেশি বিরুপ প্রতিক্রিয়ার ঝুকিতে থাকে? — ৬০ বছর।

নিচের কোন ধরনের ওষুধ সেবনে বিরুপ প্রতিক্রিয়ার ঝুঁকি বৃদ্ধি পায়? — নতুন আবিষ্কৃত ওষুধ।

বিরুপ প্রতিক্রিয়া প্রতিবেদন কেন জরুরী? — ওষুধের নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করতে।

ক্লোরামফেনিকল জাতীয় ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার উদাহরণ কোনটি? — এপ্লাস্টিক এ্যানিমিয়া।

বিরুপ প্রতিক্রিয়ার রিপোর্ট কিভাবে প্রেরণ করতে হয়? — এডিআর রিপোর্টিং ফর্মের মাধ্যমে।

নিচের কোন কাজটি করলে ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার ঝুকি বৃদ্ধি পাবে? — একই সাথে একাধিক ওষুধ সেবন করলে।

নিচের কোনটি ওষুধের ফার্মাকোলজিক্যাল প্রভাব তথা ডোজ নির্ভর ও ধারণাকৃত বিরুপ প্রতিক্রিয়া? — ইনসুলিনের কারণে রক্তের গ্লুকোজ কমে যাওয়া।

ক্লোজাপাইন জাতীয় ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার উদাহরণ কোনটি? — এগ্রানুলোসাইটোসিস।

ওষুধ সেবন এর ফলে তার রোগ নির্মূলের পাশাপাশি শরীরের উপর অতিরিক্ত কিছু প্রভাব ফেলে যা অনাকাঙ্খিত হলেও অস্বাভাবিক নয় তাকে কি বলে? — পার্শ্ব প্রতিক্রিয়া।

বিরুপ প্রতিক্রিয়া পর্যালোচনার মাধ্যমে কি চিহ্নিত করা যেতে পারে?
— ওষুধের ব্যবহার;
— ওষুধের সংরক্ষনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন;
— ওষুধের বিজ্ঞাপন পরিবর্তন।

ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার তথ্য জানানোর ক্ষেত্রে মডেল মেডিসিন শপের ভূমিকা কি?
— বিরুপ প্রতিক্রিয়ায় রোগীকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো;
— রোগী গর্ভবতী বা স্তনদানকারী কি না, তা জানা;
— গ্রাহককে ওষুধ সেবন ও সংরক্ষণে নির্দেশনা প্রদান।

বিরুপ প্রতিক্রিয়ার রিপোর্ট কোথায় প্রেরণ করতে হয়? — ঔষধ প্রশাসন অধিদপ্তরে।

হরমোন জাতীয় জন্মনিয়ন্ত্রণ পিলের বিরুপ প্রতিক্রিয়ার উদাহরণ কোনটি? — রক্ত জমাট বাধা।

ওষুধের ফার্মাকোলজিক্যাল প্রভাব তথা ডোজ নির্ভর ও ধারণাকৃত বিরুপ প্রতিক্রিয়া নিচের কোনটি? — টাইপ-এ।

কোন শ্রেণির মানুষ ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার বেশি ঝুঁকিতে রয়েছে?
— গর্ভবতী মা;
— ৬০ বছরের বেশি বয়স্ক মানুষ;
— ধূমপায়ী ও মাদক সেবী।


Click to rate this post!
[Total: 1 Average: 5]

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like