মডিউল-৪/সেশন-৮
বিকল্প/প্রাচীন ঐতিহ্যগত ওষুধপত্র
আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহিত চিকিৎসা পদ্ধতি কোনটি? — এলোপ্যাথি।
এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? — আধুনিক চিকিৎসা পদ্ধতি (Modern System of Medicine)
আমাদের দেশে সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতির নাম কি? — আয়ুর্বেদ।
আয়ু মানে কি? — জীবন।
বেদ মানে কি? — জ্ঞান।
কত বছর আগে থেকে এদেশে আয়ুর্বেদ চিকিৎসার প্রচলন হয়? — ৫০০০ হাজার বছর।
আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি যাখান থেকে সেই বইটির নাম কি? — ঋগ্বেদ।
খ্রিস্টপূর্ব কত সালে চরক সংহিতা বইটি রচিত হয়? — ৮০০ সালে।
খ্রিস্টপূর্ব কত সালে শুশ্রুত সংহিতা বইটি রচিত হয়? — ৬০০ সালে।
কাদের রাজত্বকালের আগে গোটা ভারতবর্ষে চিকিৎসা ব্যবস্থা হিসাবে আয়ুর্বেদ চিকিৎসার প্রচলন ছিল? — মোঘল সম্রাটদের।
বৌদ্ধ ধর্মের বিকাশের সাথে সাথে কোন চিকিৎসা পদ্ধতি বিকশিত হতে থাকে? — মঘা চিকিৎসা পদ্ধতির।
মাঘী পূর্ণিমার রাতে কে এই চিকিৎসা পদ্ধতির উদ্বোধন করেন? — স্বয়ং গৌতম বৌদ্ধ ও চিকিৎসা বিজ্ঞানী জীবক।
মঘা চিকিৎসা পদ্ধতি কোন চিকিৎসা পদ্ধতি থেকে উদ্ভব হয়েছে? — আয়ুর্বেদ।
আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে ওষুধের উৎস কি? — উদ্ভিদ, প্রানীজ, খনিজ।
মঘা চিকিৎসা পদ্ধতিতে ওষুধের উৎস কি? — উদ্ভিদ ও খনিজ।
কোন ধর্মে প্রাণী হত্যা অনুমোদিত নয়? — বৌদ্ধ ধর্মে।
কোন ধর্মে প্রাণীজ ওষুধ ব্যবহিত হয় না? — বৌদ্ধ ধর্মে।
ইউনানি চিকিৎসার আদি জন্মস্থান কোথায়? — গ্রীসের ইউনান বা হুনান প্রদেশে।
প্রায় কত বছর আগে ইউনানি চিকিৎসা পদ্ধতি মধ্যপ্রাচ্যে আসে? — ২০০০ হাজার বছর।
ইসলাম ধর্মের উদ্ভোদয়ের পর কোন চিকিৎসকগণ ইউনানি চিকিৎসা পদ্ধতিকে অনেক উন্নত করেন? — আল রাজি ও ইবনে সিনা।
কারা এদেশে এলোপ্যাথি চিকিৎসার ব্যবস্থা প্রচলন করেন? — ইংরেজরা।
ইংরেজ শাসনামলের কোন সময়ে জার্মানিতে ডাঃ হেনিম্যান হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন? — মাঝামাঝি সময়ে।
এলোপ্যাথি দামি ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া ও বিরুপ-প্রতিক্রিয়ার বদলে হোমিওপ্যাথি একটি ___ চিকিৎসা পদ্ধতি — নিরাপদ ও সস্তা।
ইংরেজ শাসনামলের মাঝামাঝি সময়ে বায়োকেমিক ওষুধ কোথায় আবিষ্কৃত হয়? — জার্মানিতে।
কোন চিকিৎসা পদ্ধতি এখন আর আলাদা করে দেখা যায় না? — বায়োকেমিক।
বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি কোন চিকিৎসা পদ্ধতির সাথে একীভূত হয়ে গেছে? — হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির সাথে।
কোন চিকিৎসা পদ্ধতি গাছগাছড়ার ওপর নির্ভরশীল? — আয়ুর্বেদ, মঘা, ইউনানি।
বিপুল পরিমানে ওষুধ উৎপাদনে কোন চিকিৎসা পদ্ধতির জুড়ি নেই? — এলোপ্যাথি।
গাছের নির্যাস এলকোহলে মিশিয়ে সেখান থেকে পাতলাকরণ বা ডাইল্যুশান এর মাধ্যমে কোন চিকিৎসা পদ্ধতির ওষুধ তৈরি করা হয়? — হোমিওপ্যাথি।
শরীরের বিভিন্ন স্নায়ুতে সুচ ফোটানোর মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে কি বলে? — আকুপাংচার।
কারা আকুপাংচার চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন? — চীনারা।
প্রায় কত বছর আগে চীনারা আকুপাংচার চিকিৎসা পদ্ধতির আবিষ্কার করেন? — ৩০০০ হাজার বছর আগে।
শহরের যান্ত্রিক জীবনে আমরা যখন হাঁপিয়ে উঠি তখন গ্রামে গেলে আমাদের মন প্রফুল্ল হয়, নদীর বুকে ভ্রমণকালে আমাদের ক্ষুধা বেড়ে যায়, পাহাড়ে বেড়াতে গেলে আমাদের ঘুম ভাল হয় ইত্যাদি সবই কোন চিকিৎসা পদ্ধতির উদাহরণ? — ন্যাচারোপ্যাথি।
যে পদ্ধতিতে প্রাকৃতিক সুগন্ধ ব্যবহার করে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় তাকে কি বলে? — এরোমাথেরাপি।
কোন ফুলের গন্ধে আমাদের মন প্রফুল্ল হয়? — গোলাপের।
কোন ফুলের গন্ধ ঘুমের আবেশ তৈরি করে? — বেলি।
কোন ফুলের গন্ধ মনের উত্তেজনা বাড়ায়? — হাস্নাহেনা।
কোন ফুলের গন্ধ মনের উত্তেজনা কমায়? — কণকচাঁপা।
আধুনিককালে কোন চিকিৎসা পদ্ধতি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে প্রচুর আগ্রহ সৃষ্টি হয়েছে? — এরোমাথেরাপি।
ঠান্ডা লাগলে লেবু-আদা সহযোগে চা, পেটের অসুখে থানকুনি পাতার রস, ছোট কৃমির আক্রমণে কচি আনারস পাতার রস, ছোটদের কাশিতে তুলসি পাতার রস, বড়দের কাশিতে বাসক পাতার রস, শরীরের জ্বলুনিতে ধনে ভেজানো পানি না ডাবের পানি, চুলকানিতে নিমের তেল, খুসকি হলে আমলকির রস ইত্যাদি কোন চিকিৎসা পদ্ধতির উদাহরণ? — গার্হস্থ্য চিকিৎসা পদ্ধতি।
কোন চিকিৎসা পদ্ধতি আমাদের মুরব্বীদের কাছ থেকে বংশ পরম্পরায় শিখেছি? — গার্হস্থ্য চিকিৎসা পদ্ধতি।
কোন চিকিৎসা পদ্ধতিতে কোন ডাক্তার-কবিরাজের প্রয়োজন হয় না? — গার্হস্থ্য চিকিৎসা পদ্ধতি।
কোন চিকিৎসা পদ্ধতিতে ওষুধ কেনার জন্য কোন টাকা খরচ করতে হওঁয় না? — গার্হস্থ্য চিকিৎসা পদ্ধতি।
ঘরে ঘরে বিরাজমান কোন চিকিৎসা পদ্ধতি আমাদের সংস্কৃতির অংশ? — গার্হস্থ্য চিকিৎসা পদ্ধতি।
কোন চিকিৎসা পদ্ধতি আমরা উত্তরাধিকার সূত্রে আগের প্রজন্মের কাছ থেকে শিখে নেই এবং ব্যবহার করি? — গার্হস্থ্য চিকিৎসা পদ্ধতি।
পৃথিবীর সব দেশেই কোন চিকিৎসা পদ্ধতি কমবেশি প্রচলিত আছে? — গার্হস্থ্য চিকিৎসা পদ্ধতি।
হোমিওপ্যাথি, বায়োকেমিক, আকুপাংচার, আকুপ্রেসার ইত্যাদি চিকিৎসা পদ্ধতি কিভাবে কাজ করে তা এখনো কাদের কাছে অজানা? — বিজ্ঞানীদের কাছে।
কোন ওষুধ নিয়ে আমাদের দেশে কোন কোন মহলে কিছু বানিজ্য ও অপকৌশল প্রচলিত রয়েছে? — লোকজ ওষুধ।
সকল প্রকার অপপ্রচারের হাত থেকে রোগীকে দূরে রাখা ফার্মাসিস্টের — নৈতিক ও পেশাগত দায়ত্ব।
কোন চিকিৎসা পদ্ধতি আধুনিক ও অত্যন্ত কার্যকর? — এলোপ্যাথি।
কোন চিকিৎসা পদ্ধতি অত্যন্ত ব্য্যবহুল? — এলোপ্যাথি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন সাল থেকে এলোপ্যাথির পাশাপাশি লোকজ চিকিৎসা পদ্ধতিগুলোকে ব্যবহারের জন্য জোর সুপারিশ করে আসছে? — ১৯৭৬ সাল।
হাজার হাজার বছর ধরে কোন ওষুধ এদেশের মানুষ ব্যবহার করে আসছে? — লোকজ ওষুধ।
আমাদের দেশে এখন লোকজ চিকিৎসা শিক্ষার কয়টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে? — ২ টি।
সরকারি ইউনানি ও আয়ুর্বেদ ডিগ্রি কলেজ এবং সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? — ঢাকার মিরপুরে।
সরকারি ইউনানি ও আয়ুর্বেদ ডিগ্রি কলেজ এবং সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এ কত শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে? — ১০০ শয্যা।
বাংলাদেশে কয়টি ইউনানি ডিপ্লোমা কলেজ রয়েছে? — ১১ টি।
বাংলাদেশে কয়টি আয়ুর্বেদ ডিপ্লোমা কলেজ রয়েছে? — ৭ টি।
বাংলাদেশে কয়টি হোমিওপ্যাথি ডিপ্লোমা কলেজ রয়েছে? — ৩৮ টি।
বাংলাদেশে ইউনানি, আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি ডিপ্লোমা কলেজ গুলোতে কি পাশ করে ভর্তি হতে হয়? — মাধ্যমিক পাশ করে। (অর্থাৎ এসএসসি পাশ করে)
সরকারি জেলা হাসপাতাল গুলোতে এলোপ্যাথি চিকিৎসার পাশাপাশি লোকজ চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে কতটি মেডিকেল অফিসারের পদ সৃষ্টি করেছে? — ১৯৮ টি।
সরকারি জেলা হাসপাতাল গুলোতে এলোপ্যাথি চিকিৎসার পাশাপাশি ইউনানি চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে কতজন স্নাতক ডিগ্রিধারী মেডিকেল অফিসার নিয়োগ দিয়েছেন? — ৬৬ জন। [ইউনানি ৬৬ জন, আয়ুর্বেদ ৬৬ জন, হোমিওপ্যাথি ৬৬ জন]
স্নাতক ডিগ্রিধারী লোকজ চিকিৎসকদের সাহায্য করার জন্য সরকার কত জন সহকারী বা কম্পাউন্ডার নিয়োগ দিয়েছেন?— ৬৪ জন।
জনগণের মধ্যে ওষুধি গাছের চিকিৎসা গুণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সরকার সারা দেশে কতটি প্রদর্শনী বাগান প্রতিষ্ঠা করেছেন? — ৪৬৭ টি।
সারা দেশে সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসা নিতে আসা মোট রোগীদের মধ্যে কত% রোগী লোকজ চিকিৎসা গ্রহণ করছেন? — ২৮%।
সরকার দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতজন মেডিকেল অফিসারের পদ সৃষ্টি করে লোকজ চিকিৎসাকে জনগণের আরো কাছাকাছি নিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে? — ১ জন করে।
ইউনানি চিকিৎসার জন্য কোন ডিগ্রী প্রদান করা হয়? — BUMS
হোমিওপ্যাথি ডিপ্লোমা ধারীকে কোন ডিগ্রী প্রদান করা হয়? — DHMS
হোমিওপ্যাথিক স্নাতক ডিগ্রীর নাম কী? — BHMS
আয়ুর্বেদ স্নাতক ডিগ্রীর নাম কী? — BAMS
ইউনানি স্নাতক ডিগ্রীর নাম কী? — BUMS
লোকজ চিকিৎসার স্নাতক কোর্স কত বছর মেয়াদী? — ৫ বছর।
লোকজ চিকিৎসায় ৫ বছর অধ্যয়ন শেষে কত সময়ব্যাপী ইন্টার্নি করতে হয়? — ১ বছর।
লোকজ চিকিৎসায় ডিপ্লোমা কোর্স কত বছর মেয়াদী? — ৪ বছর।
লোকজ চিকিৎসায় ডিপ্লোমা কোর্সে ৪ বছর অধ্যয়ন শেষে কত সময়ব্যাপী ইন্টার্নি করতে হয়? — ৬ মাস।