মডিউল-৩/সেশন-১
মানবদেহ
স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত? — মস্তিষ্ক, মেরুরজ্জু, বহিঃস্নায়ুতন্ত্র।
পেশী কলার কাজ কোনটি? — অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন।
কয়টি তন্ত্র নিয়ে মানবদেহ গঠিত? — ৯ টি।
কোষ কি? — দেহ গঠনের এবং কার্যকারিতার একক।
চিকিৎসা বিজ্ঞানের যে অংশে মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে? — শারীরবিদ্যা।
কোষের প্রাণকেন্দ্র কোনটি? — নিউক্লিয়াস।
রক্ত এক ধরনের কি? — তরল যোজক কলা।
দেহ গঠনের এবং কার্যকারিতার একককে কি বলে? — কোষ।
নিচের কোনটি রক্ত সংবহন তন্ত্রের অংশ নয়? — ফুসফুস।
লোহিত রক্ত কণিকা কতদিন বেঁচে থাকে? — ১২০ দিন।
কোনটি পরিপাকতন্ত্রের অংশ? — যকৃত, অগ্নাশয়, বৃহদান্ত।
একই রকম গঠন ও কাজ সম্পন্ন কতগুলো কোষ মিলে তৈরি হয় — কলা।
স্নায়ুতন্ত্রের কাজ কি? — ভারসাম্য রক্ষা করা।
কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ? — প্রস্টেট।
প্রজননতন্ত্রের কাজ কি?
— বংশ গতি রক্ষা করা
— সেক্স হরমন তৈরি করা
— প্রজনন কোষ তৈরি করা
রেচনতন্ত্রের অঙ্গ নয় কোনটি? — সার্ভিক্স।
রেচনতন্ত্রের কাজ কি?
— বর্জ্য পদার্থ নিঃসরণ করা
— ভারসাম্য রক্ষা করা
— রক্তচাপ নিয়ন্ত্রণ করা
পুর্ণাঙ্গ মানবদেহে কতটি হাড় থাকে? — ২০৬ টি।
অনেকগুলো কি নিয়ে দেহের অঙ্গ তৈরী হয়? — কলা।
মানবদেহের ক্রোমোজোম কোথায় অবস্থিত? — নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্রে।
নিচের কোন অঙ্গ শ্বসন্তন্ত্রের অঙ্গ নয়? — অগ্নাশয়।
রক্তে থাকে রক্তরস ও বিভিন্ন রক্ত কণিকা নিচের কোনটি রক্তকনিকার অংশ নয়? — গলজিবডি।
সাইটপ্লাজম নিচের কোন অংশের সমন্বয়ে গঠিত? — রাইবোজোম, সেন্ট্রোজোম, লাইসোজোম।
নিচের কোনটি শ্বেত রক্তকনিকার অংশ নয়? — হিমোগ্লোবিন।
মানবদেহে কলা কত প্রকার? — ৪ প্রকার।
নিচের কোনটি পরিপাক তন্ত্রের অংশ? — যকৃৎ, অগ্ন্যাশয়, মলদ্বার।
অনুচক্রিকার কাজ কি? — কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা।
কয়েকটি অঙ্গ ও সহযোগী কলা মিলে তৈরি হয়? — তন্ত্র।
নিচের কোনটি কোষের অংশ? — কোষ আবরণী, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস।
কোষকে রক্ষা করে ও কোষকে আকৃতি প্রদান করে কোষের কোন অংশ? — কোষ আবরণী।
রক্তে বিভিন্ন ধরনের কনিকা থাকে, এদের মধ্যে কোনটির আধিক্য বেশি? — লোহিত রক্ত কনিকা।
লোহিত রক্ত কনিকায় ____ থাকে, যা ফুসফুস থেকে অক্সিজেন পরিবহন করে কোষে পৌছে দেন? — হিমোগ্লোবিন।
শরীরে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম উপাদান হলো? — শ্বেত রক্ত কণিকা।
নিচের কোনটি শ্বেত রক্ত কণিকার উদাহরণ নয়? — মেসোফিল।
অনুচক্রিকা গড়ে কয়দিন বাঁচে? — ৮-১০ দিন।
কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? — অনুচক্রিকা।
নিচের কোন অঙ্গ পরিপাক তন্ত্রের অংশ নয়? — ট্রাকিয়া।
নিচের কোন অঙ্গ শ্বসনতন্ত্রের অংশ? — ব্রঙ্কাস।
নিচের কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়? — ফেলপিয়ান টিউব।
নিচের কোনটি নারী প্রজননতন্ত্রের অংশ নয়? — প্রস্টেট।
নিচের কোনটি অন্তক্ষরা গ্রন্থির অংশ নয়? — সার্ভিক্স।
এ্যালভিওলাই কোন তন্ত্রের অঙ্গ? — শ্বসনতন্ত্র।
বিভিন্ন ধরনের পেশীকলার সমন্বয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে ____ বলে। — পেশীতন্ত্র।
চিকিৎসা বিজ্ঞানের যে অংশে মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে? — শারীরবিদ্যা।
দেহ গঠনের এবং কার্যকারিতার একককে কি বলে? — কোষ।
কয়টি তন্ত্র নিয়ে মানবদেহ গঠিত? — ৯ টি।
অক্সিজেন নিম্নোক্ত কোন তন্ত্রের মাধ্যমে সঞ্চালিত হয়? — রক্ত সংবহন তন্ত্র।
শরীরের রোগ প্রতিরোধ করা কোন রক্তকনিকার কাজ? — শ্বেত রক্ত কনিকা।
অনুচক্রিকার আয়ুষ্কাল কত? — ৮-১০ দিন।
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? — অনুচক্রিকা।
যোগাযোগ ও সমন্বয় সধন করা যে তন্ত্রের কাজ?
— অন্তক্ষরা গ্রন্থিতন্ত্র;
— রক্ত ও সংবহন তন্ত্র;
— স্নায়ুতন্ত্র।
নিচের কোনটি শ্বাসতন্ত্রের কাজ নয়? — শরীরের ভারসাম্য রক্ষা করা।
নিচের কোনটি স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ নয়? — সেমিনাল ভেসিকল।
যে প্রক্রিয়ায় বিপাকের ফলে তৈরী ক্ষতিকর বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে যায় তাকে কি বলে? — রেচন।
জন্মের সময় নবজাতকের শরীরে কতটি হাড় থাকে? — ৩০০টি।
নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ নয়? — অগ্নাশয়।
কোষের বহিঃস্ত আবরণী কোনটি? — কোষ আবরণী।
একটি কোষ কী কী অংশ নিয়ে গঠিত? — কোষ আবরণী, প্রাণকেন্দ্র, সাইটোপ্লাজম।
রক্ত এক ধরণের — তরল যোজক কলা।
নিউট্রফিল কোন ধরনের রক্ত কনিকার উদাহরণ? — শ্বেতকনিকা।
কোন তন্ত্রের মাধ্যমে জটিল খাদ্যদ্রব্য ভেঙ্গে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিনত করে? — পরিপাকতন্ত্র।
রেচনতন্ত্রের কাজ কি? — বর্জ্য পদার্থ নিঃসরণ করা।
নিচের কোনটি রেচনতন্ত্রের অন্তর্ভুক্ত নয়? — পাকস্থলী।
মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কতটি? — ২০৬ টি।
নিচের কোনটি পেশীকলার অন্তর্ভুক্ত নয়? — কঙ্কাল পেশী।
পরিপাক তন্ত্রের কাজ কোনটি?
— খাদ্যদ্রব্য গ্রহণ ও হজম করা;
— বিভিন্ন ধরণের পরিপাক রস নিঃসরণ করা;
— হজমকৃত খাদ্য শোষণ করা।
নিচের কোনটি স্নায়ুতন্ত্রের কাজ নয়? — শরীরে পাই, তাপমাত্রা ও এসিডের ভারসাম্য রক্ষা করা।
কোষ কয়টি অংশ নিয়ে গঠিত? — ৩টি।
কোষ নিচের কোন অংশ নিয়ে গঠিত? — কোষ আবরণী, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস।
কোষের মাঝে এক ধরণের জটিল ও ঘন তরল পদার্থ থাকে, তাকে কি বলে? — সাইটোপ্লাজম।
নিচের কোন অংশগুলোর সমন্বয়ে সাইটোপ্লাজম গঠিত হয়? — মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, সেনট্রোজোম।
নিচের কোন অংশগুলোর সমন্বয়ে সাইটোপ্লাজম গঠিত হয়? — লাইসোজোম, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
একই ধরনের গঠন এবং একই ধরনের কাজ সম্পাদনকারী অনেকগুলো কোষকে একত্রে কী বলা হয়? — কলা।
কলা কত প্রকার? — ৪ প্রকার।
দেহের বাইরের ও ভিতরের আবরণ তৈরি করে কোন কলা? — আবরণী কলা।
দেহের বিভিন্ন অঙ্গের সাথে অথবা একই অঙ্গের বভিন্ন অংশের সাথে সংযগ স্থাপন করে কোন কলা? — সংযোজক কলা।
সংকোচন অ প্রসারণের মাধ্যমে আমাদের অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন, নাড়াচাড়া ও চলাফেরা করতে সাহায্য করে কোন কলা? — পেশী কলা।
স্নায়ুকলা নিচের কোন অংশগুল নিয়ে গঠিত? — মস্তিষ্ক, স্নায়ুরজ্জু, স্নায়ুকোষ।
পরিপাকতন্ত্রের কাজ কি?
— খাদ্যদ্রব্য গ্রহণ ও হজম করা;
— বিভিন্ন ধরণের পরিপাক রস নিঃসরণ করা;
— হজমকৃত খাদ্য শোষণ করা।
পরিপাকতন্ত্রের কাজ কি?
— পানি, ভিটামিন ও খনিজ পদার্থসমূহ শোষণ করা;
— শরীরের পানি এবং এসিড এর ভারসাম্য রক্ষা করা;
— রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রন করা।
শ্বাসতন্ত্রের কাজ কি?
— শ্বাস-প্রশ্বাসে সহায়তা করা;
— দেহে অক্সিজেন সরবরাহ করা এবং কার্বনডাই অক্সাইড বের করে দেওয়া;
— শরীরের পানি, তাপমাত্রা ও এসিড এর ভারসাম্য রক্ষা করা।
শরীরের রক্ত সঞ্চালনে সাহায্য করা কন তন্ত্রের কাজ? — শ্বাসতন্ত্রের।
রক্ত ও রক্ত সংবহনতন্ত্রের কাজ কি?
— বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করা এবং শরীর থেকে ফুসফুসের মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড বের করে দেয়া;
— শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধতে না দেয়া এবং কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করা;
— শোষিত খাদ্যদ্রব্য, ভিটামিন, পানি ও অন্যান্য উপাদান কোষ বা কলাতে সরহরাহ করা।
রক্ত ও রক্ত সংবহনতন্ত্রের কাজ কি?
— রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো;
— যোগাযোগ ও সমন্বয় সাধন;
— শরীরে পানি, তাপমাত্রা ও এসিডের ভারসাম্য রক্ষা করা।
প্রজননতন্ত্রের কাজ কি?
— প্রজনন কার্যক্রম ও প্রজনন ক্ষমতা পরিচালনা;
— পুরুষ ও মহিলাদের সেক্স হরমন তৈরি করা;
— পুরুষ ও মহিলাদের যৌন বৈশিষ্ট্যসমূহের উন্নয়ন;
— বংশ গতি রক্ষা করা;
— প্রজনন কোষ তৈরি করা।
স্নায়ুতন্ত্রের কাজ কি?
— স্মৃতি সংরক্ষণ;
— যোগাযোগ ও সমন্বয় সাধন;
— ভারসাম্য রক্ষা।
নিচের কোনটি স্নায়ুতন্ত্রের কাজ নয়? — শরীরের রক্ত সঞ্চালনে সাহায্য করা।
অন্তক্ষরা গ্রন্থিতন্ত্রের কাজ কি?
— দেহের বৃদ্ধি ও গঠনে সহায়তা করা;
— যোগাযোগ ও সমন্বয় সাধন করা;
— রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা।
অন্তক্ষরা গ্রন্থিতন্ত্রের কাজ কি?
— কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করা;
— ভারসাম্য রক্ষা করা;
— বিপাক প্রক্রিয়া পরিচালনা।
রেচনতন্ত্রের কাজ কি?
— বর্জ্য পদার্থ নিঃসরণ করা;
— ভারসাম্য রক্ষা করা;
— রক্তচাপ নিয়ন্ত্রণ করা;
— কোষের কার্যক্রমের জন্য সঠিক পরিবেশ রক্ষা করা।
— রক্তের কোষ তৈরিতে সহায়তা করা;
— ভারসাম্য রক্ষা করা।
পেশী ও কংকালতন্ত্রের কাজ কি?
— দেহের কাঠামো ধরে/ঠিক রাখা;
— চলাচলে সহায়তা করা;
— অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়া ও সঞ্চালনে সহায়তা করা।
পেশী ও কংকালতন্ত্রের কাজ কি?
— দেহের অবকাঠামো ও গঠন বৃদ্ধি করা;
— শরীরের ভারবহন ও সংরক্ষণ করা;
— চলাচলে সহায়তা করা।
কোন অঙ্গসমূহ নিয়ে পরিপাকতন্ত্র গঠিত?
— মুখ গহ্বর, জিহ্বা, গলনালী, পাকস্থলী;
— ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলদ্বার, যকৃৎ;
— কোলন বা মলাশয়, অগ্নাশয়, পিত্তথলী।
কোন অঙ্গসমূহ নিয়ে শ্বসনতন্ত্র গঠিত?
— নাক ও নাসারন্ধ্র;
— শ্বাসনালী, ট্রাকিয়া, ফুসফুস;
— ব্রঙ্কাস, এ্যালভিওলাই, ডায়াফ্রাম।
কোন অঙ্গসমূহের সমন্বয়ে পুরুষ প্রজননতন্ত্র গঠিত?
— টেসটিস বা শুক্রাশয়, সেমিনাল ভেসিকল;
— ক্ষেপণ নালী, ভাস ডেফারেন্স;
— প্রস্টেট, যৌনাঙ্গ।
কোন অঙ্গসমূহের সমন্বয়ে মহিলা প্রজননতন্ত্র গঠিত?
— ডিম্বাশয়, ফেলোপিয়ান টিউব;
— সার্ভিক্স, এন্ডোমেট্রিয়াম;
— জরায়ু, যৌনাঙ্গ।
স্নায়ুতন্ত্রের প্রধান অংশগুলো কি কি? — মস্তিষ্ক, মেরুরজ্জু ও বহিঃস্নায়ুতন্ত্র।
রেচনতন্ত্র যে অঙ্গসমূহ নিয়ে গঠিত?
— বৃক্ক, মূত্রথলি;
— মূত্রনালী বা ইউরেথ্রা;
— ত্বক।
যে গ্রন্থিসমূহ নিয়ে অন্তক্ষরা গ্রন্থিতন্ত্র গঠিত?
— পিটুইটারী গ্রন্থি, থায়রয়েড গ্রন্থি;
— প্যারাথায়রয়েড গ্রন্থি, এড্রিনাল গ্রন্থি;
— অগ্নাশয় গ্রন্থি, ডিম্বাশয়, শুক্রাশয়।
যে পেশীকলারগুলোর সমন্বয়ে পেশীতন্ত্র গঠিত?
— ঐচ্ছিক পেশী;
— অনৈচ্ছিক পেশী;
— হৃদপেশী।
যে তন্ত্র দেহের কাঠামো, গঠন, আকৃতি প্রদান, বিভিন্ন অঙ্গকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা এবং দেহের চলাচলে সহায়তা করে তাকে কি বলে? — কংকালতন্ত্র।