মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ … : মডিউল-২ : সেশন-১

মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার আদর্শ মানসমূহ

মডিউল-২/সেশন-১

মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার আদর্শ মানসমূহ

যদি কোন মডেল ফার্মেসী স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কত দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর কে লিখিত ভাবে জানাতে হবে? — ৩০ দিনের মধ্যে।

যদি কোন মডেল ফার্মেসী সাময়িক ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কতদিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর কে লিখিত ভাবে জানাতে হবে? — ৩০ দিনের মধ্যে।

যদি কোন মডেল ফার্মেসী ১ বছরের বেশি সময় বন্ধ থাকে তাহলে পুনরায় সচল করার জন্য কি করতে হবে? — ঔষধ প্রশাসনে নতুনভাবে আবেদন করতে হবে।

প্রতিটি মডেল ফার্মেসীর মালিকের নিম্নলিখিত তথ্যাদি থাকা আবশ্যক। — *জাতীয় পরিচয়পত্র, ট্যাক্স সনাক্তকরণ নম্বর (টি আই এন), ট্রেড লাইসেন্স, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল হতে প্রাপ্ত পেশাগত নিবন্ধন সনদ।

দায়িত্বরত কোন ফার্মাসিস্ট কে তার চুক্তি হতে অব্যহতি দিলে কতদিনের মধ্যে তা ঔষধ প্রশাসন অধিদপ্তরকে জানাতে হবে? — ৭ দিনের মধ্যে লিখিত ভাবে জানাতে হবে।

ওষুধ/দলিল/নথি চুরি হলে বা হারিয়ে গেলে তাৎক্ষনিক কী করতে হবে? — নিকটস্থ পুলিশ স্টেশন ও ঐষধ প্রশাসন অধিদপ্তরকে জানাতে হবে।

“এ” গ্রেট ফার্মাসিস্টরা কখন মডেল মেডিসিন শপ এ কাজ করার যোগ্যতা অর্জন করবে? — ৩০ ঘণ্টার প্রশিক্ষণ শেষ করলে।

“সি” গ্রেট ফার্মাসিস্টরা কখন মডেল মেডিসিন শপ এ কাজ করার যোগ্যতা অর্জন করবে? — ৮০ ঘণ্টার প্রশিক্ষণ শেষ করলে।

সি-গ্রেট ফার্মাসিস্ট গণ কার তত্ত্বাবধানে মডেল মেডিসিন শপ এ কাজ করবেন? — “এ” গ্রেট ফার্মাসিস্টের।

মডেল ফার্মেসীর আয়তন কমপক্ষে কত বর্গফুট হবে? — ৩০০ বর্গফুট।

মডেল ফার্মেসীর উচ্চতা কমপক্ষে কত ফুট হতে হবে? — ৮ ফুট।

ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্দেশিত সাইনবোর্ডে কি থাকতে হবে? — ফার্মেসীর নাম, নিবন্ধন নম্বর, পূর্ণ ঠিকানা।

ফার্মেসী ধুম্পান মুক্ত রাখার জন্য কী করতে হবে? — “ধূমপান নিষিদ্ধ” নির্দেশিকা স্থাপন করতে হবে।

মডেল ফার্মেসীর তাপমাত্রা কত ডিগ্রীর বেশি হবে না? — ৩০ ডিগ্রী সেলসিয়াস।

ফার্মেসীর অভ্যন্তরে তাপমাত্রা নিয়ন্ত্রন করার জন্য কি থাকতে হবে? — রুম থার্মোমিটার।

মডেল ফার্মেসীতে তার সংবেদনশীল ওষুধ সংরক্ষণে কী থাকতে হবে? — ফার্মেসী গ্রেড রেফ্রিজারেটর থাকতে হবে।

কত বছরের নিচের শিশুদের কাছে ওষুধ বিক্রয় করা যাবে না? — ১২ বছরের নিচে।

নীচের উপকরণগুলো অবশ্যই মডেল ফার্মেসীতে থাকতে হবে? — কাউন্টিং ট্রে, স্প্যাচুলা, ওষুধ মাপার যন্ত্র, হামানদিস্তা ও নোড়া (মর্টার ও পেস্টল), শরীরের ওজন মাপার যন্ত্র।

Prescription Only সকল মেডিসিন শেলফে ডিসপেন্সিং এলাকার কন দিকে থাকবে? — পিছন দিকে।

ওষুধ ক্রয়ের রশিদ ফার্মেসী তে কমপক্ষে কত বছর সংরক্ষণ করতে হবে? — ২ বছর।

মডেল ফার্মেসীর আয়তন কমপক্ষে কত বর্গফুট হবে? — ৩০০ বর্গফুট।

মডেল ফার্মেসীর উচ্চতা কমপক্ষে কত ফুট হতে হবে? — ৮ ফুট।

মডেল মেডিসিন শপের আয়তন কমপক্ষে কত বর্গফুট হবে? — ১২০ বর্গফুট।

মডেল মেডিসিন শপের উচ্চতা কমপক্ষে কত বর্গফুট হতে হবে? — ৮ ফুট।


Click to rate this post!
[Total: 1 Average: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like