মডিউল-৪/সেশন-১
ওষুধ ব্যবস্থাপনার মূলনীতি
ওষুধ ব্যবস্থাপনা চক্রের ধাপ কয়টি? — ৫ টি।
রোগী/গ্রাহকগণ যে সকল ওষুধ প্রেসক্রিপশন ছাড়া ক্রয় করতে পারে সেগুলোকে কি বলে? — OTC Drug
OTC মানে কি? — over-the-counter
ফেরিওয়ালা বা মুদিদোকান থেকে ওষুধ কেনা উচিৎ নয় কারণ তাতে চুরি করা বা নকল ওষুধ কেনার মারাত্মক ঝুঁকি থাকে।
লাইসেন্সধারী প্রস্তুতকারক বা সরবরাহকারীর কাছ থেকে পণ্য ক্রয়ের সুবিধাসমূহ :
— পণ্যসমূহ প্রতিযোগিতামূলক মূল্যে পাওয়া যায়।
— ভেজাল বা নকল পণ্য বা ওষুধ কেনার ঝুঁকি কমে।
— পণ্যসমূহের সমস্যা দেখা দিলে তা পরিবর্তন করা যায়।
—পণ্য মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে তা ফেরত দেয়া বা বদলে ফেলা যায়।
প্রতিকূল পরিবেশ- যেমন- সরাসরি সূর্যালোক, উচ্চ তাপমাত্রা, পানি অথবা ধুলাবালিতে ওষুধ উন্মুক্ত হলে তা ক্ষতিগ্রস্থ হয়।
স্থানান্তরের আগে এবং পরে সকল ওষধই সঠিকভাবে প্যাকেট করতে হবে যাতে এ ধরনের পরিস্থিতিতে উন্মুক্ত হয়ে ওষুধের মান ক্ষতিগ্রস্থ না হয়।
ওষুধের মূল্য কে নির্ধারণ করে? — ওষুধ প্রশাসন অধিদপ্তর।
ওষুধ সাজানোর সবচেয়ে কার্যকর প্রক্রিয়া কোনটি? — রোগীর চিকিৎসা প্রয়োগ অনুসারে সাজানো।
ওষুধ সাজানোর কোন প্রক্রিয়াটি সহজেই অনুসরণ করা যায়? — রোগীর চিকিৎসা প্রয়োগ অনুসারে সাজানো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কিসের জন্য আলাদা স্থান নির্ধারণ করা উচিৎ? — ইনজেকশনসমূহ এবং চর্মরোগের ওষুধসমূহের জন্য।
উপরের তাকে যেসকল ওষুধ রাখবেন : ট্যাবলেট, ক্যাপসুল, হালকা সামগ্রী যা একটু বেশি জায়গা নেয়, যেমন- সিরিঞ্জ, তুলা ইত্যাদি। তবে যে সকল ওশুধ কম ডিসপেন্সিং করা হয় এবং যে সকল ওষুধ তাপ সহ্য করতে পারে না সেগুলি নয়।
মাঝের তাকে যে সকল ওষুধ রাখবেন : সিরাপ, মুখে খাওয়ার সাসপেনশন ইত্যাদি। যেমন : এমোক্সিসিলিন, ম্যাগনেসিয়াম ট্রাই সিলিকেট মিক্সচার ইত্যাদি।
নিচের তাকে যে সকল ওষুধ রাখবেন : ভারী এবং বড় সাইজের পণ্য যেমন – জীবাণুনাশক বা এর কোন তরল উপস্থাপনা, ত্বকে ব্যবহারের ক্রিম বা মলম ইত্যাদি।
প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্দেশিত প্রক্রিয়া অনুসরণ করেই ওষুধসমূহ সংরক্ষণ করতে হবে। আলো থেকে সূরে, ঠান্ডা এবং শুকনো স্থানে/পরিবেশে রাখতে হবে।
মেডিসিন শপে ওষুধ সংরক্ষণে নিম্নলিখিত বিষয়গুলো প্রভাব ফেলে-
— তাপমাত্রা;
— আর্দ্রতা;
— সরাসরি সূর্যালোক;
— পরিষ্কার পরিচ্ছন্নতা।
যে ওষুধ সমূহের মেয়াদ অল্প সেগুলো তাকের সামনের দিকে রাখুন এবং দীর্ঘ মেয়াদসম্পন্ন ওষুধগুলো তাকের পিছন দিকে রাখুন।
যে সকল ওষুধ ওজনে হালকা সেগুলো উপরের তাকে এবং ভারী ওষুধ গুলো নিচের তাকে রাখুন।
সকল বায়োলজিক্যাল প্রোডাক্ট যেমন-ইনসুলিন, ভ্যাকসিনসমূহ ইত্যাদি রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সকল ইনজেকশনসমূহের এবং চর্মরোগের ওষুধের জন্য মডেল মেডিসিন শপে বা গুদামে নির্ধারিত আলাদা স্থান থাকা দরকার।
মেয়াদ উত্তীর্ণ ওষুধ নথিভূক্ত করার পর প্যাকেট সিলগালা করে লালকালিতে “মেয়াদউত্তীর্ণ ওষুধ/ক্ষতিগ্রস্থ ওষুধ বিক্রয়ের জন্য নহে” লেখা লেবেল লাগিয়ে সম্পূর্ণ আলাদাভাবে সংরক্ষণ করতে হবে।
মডেল মেডিসিন শপে ওষুধ ক্রয় বা সংগ্রহের সময় কয়টি বিষয় লক্ষ্য রাখা উচিত? — ৫টি।
ঔষধ ব্যবস্থাপনা চক্রের ধাপ কয়টি? — ৫টি।
ফার্মেসীর ওষুধ মওজুত ব্যবস্থাপনার জন্য কয় ধরণের নথি সংরক্ষণ করতে হবে? — ৬টি।
মডেল মেডিসিন শপের কয়টি অংশ থাকা আবশ্যক? — ২টি।
মডেল মেডিসিন শপে কোনটি থেকে ওষুধ ক্রয় বা সংগ্রহ করা যাবে না? — ফেরীওয়ালা।
বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কোন ধরনের ওষুধ আলাদা স্থানে রাখা উচিত? — ইনজেকশন ও চর্মরোগের ওষুধ।
মডেল মেডিসিন শপের শেলফের উপরের তাকে কোন ধরনের ওষুধ রাখা উচিত? — ট্যাবলেট ও ক্যাপসুল।
শেলফে বা তাকে ঔষধ যে পদ্ধতিতে সাজাতে হবে?
— চিকিৎসা প্রয়োগ অনুযায়ী;
— ডোজেস ফর্ম অনুযায়ী;
— নামের আদ্যক্ষর অনুযায়ী।
মডেল ফার্মেসীতে কি পরিমান ওষুধ ১ সপ্তাহে ক্রয় করা হবে তা নিম্নের কোনটি দ্বারা নির্ধারণ করা হয়? — বিগত সপ্তাহের ওষুধ ডিসপেন্সিং এর পরিমানের উপর।
মডেল মেডিসিন শপের শেলফের মাঝের তাকে কোন ধরনের ওষুধ রাখা উচিত? — সিরাপ ও সাসপেনশন।
মডেল মেডিসিন শপের শেলফের উপরের তাকে কোন ধরনের ওষুধ রাখা উচিত নয়? — তাপ সহ্য করতে পারে না এমন ওষুধ।
মেডিসিন শপে ওষুধগুলো সংরক্ষণে নিচের কোন বিষয়গুলো প্রভাব ফেলে?
— সরাসরি সূর্যের আলো;
— তাপমাত্রা ও আর্দ্রতা;
— পরিষ্কার পরিচ্ছন্নতা।
মডেল মেডিসিন শপের শেলফের নিচের তাকে কোন ধরনের ওষুধ রাখা উচিত? — জীবাণুনাশক।
নিচের কোন ওষুধ রেফ্রিজারেটরে সংরক্ষণ করা উচিত? — সকল বায়োলজিক্যাল প্রোডাক্ট।
ফার্মেসীর ওষুধ মওজুত ব্যবস্থাপনায় নিচের কোন ধরণের নথি সংরক্ষণ করতে হয় না? — বিদেশী ওষুধের নথি।
ফার্মেসীতে ওষুধ ডিসপেন্সিং নিচের কোন পদ্ধতি অনুসরণ করা উচিত? — FEFO (First Expirer First Out)
মডেল মেডিসিন শপে কোন ধরনের ওষুধ রাখা জরুরি? — রোগীরা যেসব ওষুধ নিয়মিত ক্রয় করে থাকে।