Close Menu
  • সি-ক্যাটাগরি ফার্মেসী কোর্স পরীক্ষার প্রস্তুতি
  • বাংলা প্রবন্ধ রচনা
  • তথ্যকোষ
  • সাধারণ জ্ঞান
  • Grammar
  • Essay / Composition
  • List of Paragraphs
eNoteShare
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp
eNote Share
MAG
eNote Share
Home | ওষুধ সম্পর্কে সাধারণ জ্ঞান : মডিউল-১ : সেশন-৩

ওষুধ সম্পর্কে সাধারণ জ্ঞান : মডিউল-১ : সেশন-৩

eNoteShareBy eNoteShareUpdated:June 22, 2025No Comments12 Mins Read সি গ্রেড ফার্মাসিস্ট
ওষুধ বিধি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মডিউল-১/সেশন-৩

ওষুধ সম্পর্কে সাধারণ জ্ঞান

মমি তৈরির কৌশল আবিষ্কার করেন কে? — ইমহোটেপ।

শেন নাংকে কিসের জনক বলা হয়? — কৃষির।

ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক কে? — চরক।

খ্রিষ্টপূর্ব কত সালে শুশ্রুত সংহিতা বইটি রচিত হয়? — ৬০০ সালে।

হিপোক্রাটিস খ্রিষ্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন? — ৪২৫ সালে।

গ্যালেন কোথায় জন্মগ্রহণ করেন? — রোমে।

শারীরবিদ্যার বিভিন্ন অজানা দিক উন্মোচিত করেন কে? — গ্যালেন।

র‍্যাজেস রোগ বিকাশের প্রথম ধাপ কী? — জ্বর।

ওষুধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা কে? — ইবনে সিনা।

অ্যালপ্যাথি ওষুধের মূল অসুবিধা কোনটি? — পার্শ্ব প্রতিক্রিয়া।

ইউনানি চিকিৎসার উৎপত্তিস্থল কোথায়? — গ্রীস।

আয়ুর্বেদীয় ওষুধের উৎপত্তিস্থল কোথায়? — ভারতবর্ষে।

স্বাস্থসেবায় সহায়তাকারী সংস্থাসমূহকে কতভাগে ভাগ করা যায়? — ৩ ভাগে।

আচার্য প্রফুল্লচন্দ্র ল্যাবরেটরি কোথায় প্রতিষ্ঠিত হয়? — সাতক্ষীরায়।

শিশু স্বাস্থ্য ও মাতৃত্বকালীন স্বাস্থ্য বিষয়ে কোন আন্তর্জাতিক সংস্থা কাজ করে থাকে? — UNDP

জনসংখ্যা বৃদ্ধি রোধে UNFPA কত সাল হতে বাংলাদেশকে সাহায্য দিয়ে আসছে? — ১৯৭৪ সাল থেকে।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোনটি? — WHO (World health organization)

সর্বোচ্চ সম্ভব পর্যায়ে জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করা কোন সংস্থার লক্ষ্য? — WHO (World health organization)

জনসংখ্যা বৃদ্ধি নিয়ে কাজ করে কোন সংস্থা? — UNFPA

কোনটি বহুমাত্রিক সংস্থা নয়? — BRAC

স্বাস্থ্য সেবায় সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থা সমূহকে কতভাগে ভাগ করা যায়? — ৩ ভাগে।

বাংলাদেশে যেসব বহুমাত্রিক সংস্থা স্বাস্থ্য-সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করছে তারা হলো — WHO, UNICEF, UNFPA, WB, UNDP

বাংলাদেশে কর্মরত দ্বি-পাক্ষিক সংস্থাগুলির মধ্যে নিম্নোক্ত সংস্থাগুলি মূল ভূমিকা পালন করে তারা হলো — USAID, UKAID, JICA

বাংলাদেশে কার্যরত এন.জি.ও. দের মধ্যে নিম্নোক্ত সংস্থাগুলি বিশেষভাবে পরিচিত? — সেভ দ্যা চিলড্রেন, এমএসএইচ, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, টিএমএসএস, আশা, কারিতাস ইত্যাদি।

UNICEF এর বাজেটের শতকরা কতভাগ আসে বিভিন্ন সরকারের দান হতে? — ৭০ ভাগ।

উন্নয়নশীল দেশের স্বাস্থ্য বাজেটের ৫% আসে — আন্তর্জাতিক দাতা সংস্থাগুলির কাছ থেকে।

অনুন্নত দেশের স্বাস্থ্য বাজেটের ২০% আসে — আন্তর্জাতিক দাতা সংস্থাগুলির কাছ থেকে।

এলোপ্যাথি ওষুধের মূল অসুবিধা হল এর — পার্শ্ব প্রতিক্রিয়া।

হোমিওপ্যাথি চিকিৎসার জনক কে? — স্যামুয়েল হ্যানিম্যান।

আয়ুর্বেদ চিকিৎসার ইতিহাস — ৫০০০ বছরের।

ইবনে সিনা সহ আরবীয় চিকিৎসকগণ ইউনানি ধারাকে সুপ্রতিষ্ঠিত করেন — মধ্য যুগে।

বিশ্ব স্বাস্থ্যসংস্থা কত সাল থেকে লোকজ চিকিৎসার পক্ষে কাজ করছে? — ১৯৭৬ সাল থেকে।

ঔষধ কি? — যা গ্রহণের মাধ্যমে আমরা রোগমুক্ত হই তাই ঔষধ।

এ্যালোপ্যাথি ডাক্তার সাধারণত কি খেতে দেন? — ট্যাবলেট, ক্যাপসুল বা সিরাপ।

ঔষধ এর উদ্দেশ্য কি? — রোগমুক্তি।

কোন রোগ কখনো ভালো হয় না? — ডায়াবেটিস। এই রোগটিকে নিয়ন্ত্রণ করা যায় মাত্র।

ঔষধের ইংরেজী পরিভাষা হিসেবে কোন শব্দটি ব্যবহার করা হয়? — ড্রাগ (Drug) অথবা মেডিসিন (Medicine)

চিকিৎসাশাস্ত্র অনুযায়ী যে কোন বস্তু যা গ্রহণের মাধ্যমে শরীরে প্রতিক্রিয়া তৈরিতে সক্ষম হয় তাকে কি বলে? — ড্রাগ বলে।

ড্রাগ কি হিসেবে ব্যবহিত হয়? — রোগমুক্তি, রোগপ্রতিরোধ, রোগ সনাক্তকরণ এমনকি নেশাদ্রব্য হিসাবেও ব্যবহিত হয়।

যে সব ড্রাগ শুধুমাত্র রোগমুক্তি ও রোগ প্রতিরোধে ব্যবহিত হয় তাকে কি বলে? — মেডিসিন (Medicine) বলে।

কে ড্রাগকে ঔষধে পরিণত করেন? — একজন দক্ষ ঔষধ নিজ্ঞানী।

ড্রাগ সাধারণত কয়টি উৎস থেকে পাওয়া যায়? — ২ টি উৎস থেকে। প্রাকৃতিক উৎস এবং কৃত্রিম উৎস।

প্রাচীনকালে মানুষ রোগমুক্তির জন্য যেসব ওষধ ব্যবহার করতো তার অধিকাংশই ছিল — ভেষজ।

খ্রিষ্টেরজন্মের বহু আগে থেকেই কোথায় গাছ-গাছড়া লতা-পাতা থেকে তৈরি ওষধ ব্যবহার করা হতো? — চীন, ভারত, মিশর এবং গ্রিসে।

এবারস প্যাপিরাস (Ebers Papyrus) কত বছর আগে লিখিত? — খ্রিষ্টের জন্মের প্রায় ১৬০০ বছর আগে।

এবারস প্যাপিরাস (Ebers Papyrus) কত ফুট লম্বা ও কত ফুট চওড়া? — ৬০ ফুট লম্বা ও ১ ফুট চওড়া কাগজের স্ক্রল।

এবারস প্যাপিরাস (Ebers Papyrus) এ কতটি ঔষধের বর্ণনা আছে? — ৭০০ টি।

এবারস প্যাপিরাস (Ebers Papyrus) এ কতটি ফর্মুলার বর্ণনা আছে? — ৮০০ টি।

(গুরুত্বপূর্ণ পয়েন্ট)

ইমহোটেপ

খ্রিস্টপূর্ব প্রায় ২৭২৫ সালে অর্থাৎ ৪৭৪৪ বছর আগে জন্ম গ্রহণ করেন। মমি তৈরির কৌশল আবিষ্কার করেন। তিনি ছিলেন একজন মিশরীয় সম্রাট বা ফারাও। একাধারে প্রথম স্থপতি, প্রথম প্রকৌশলী এবং প্রথম চিকিৎসক।

শেন নাং

চীনারা খ্রিস্টপূর্ব প্রায় ৫০০ বছর আগে থেকে ভেষজ ওষুধ ব্যবহার করত। খ্রিষ্টপূর্ব ২০০০ হাজার সালে চীনের সম্রাট শেন নাং রচনা করেন পেনটি-সাও (Pen-ti-Sao) নামের এক ভেষজ গ্রন্থ। এটি সবচেয়ে পুরনো চৈনিক ওষুধ বিষয়ক বই। শেন নাংকে কৃষির জনক বলা হয়। শেন নাং প্রথম চা আবিষ্কার করেন। ৩৬৫ টি উদ্ভিদ, প্রানী এবং খনিজ ওষুধের তালিকা তৈরি করেন।

চরক

খ্রিস্টপূর্ব প্রায় ৮০০ সালে চরক তাঁর চরক সংহিতা বইটি লিখেন। চরক ছিলেন কাশীর মহারাজার রাজবৈদ্য। চরক সংহিতা বইটি আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম বই। তিনি শারীরবিদ্যা, রোগতত্ত্ব এবং ভ্রুন বিদ্যার সুপণ্ডিত ছিলেন। তিনি ওষুধের উৎসগুলোকে উদ্ভিত, প্রাণীজ ও খনিজ এই তিন ভাগে বিভক্ত করেন। ইউরোপের বিজ্ঞানীরা তাঁকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করেন।

শুশ্রুত

একইভাবে খ্রিস্টপূর্ব প্রায় ৬০০ সালে শুশ্রুত তাঁর শুশ্রুত সংহিতা বইতে ৭৬০ ধরনের ওষুধকে তাদের সাধারণ গুণ অনুযায়ী ৭টি গোষ্ঠীতে ভাগ করেন। প্রাচীন ভারতীয় সভ্যতায় তিনিই প্রথম অস্ত্রোপচার প্রবর্তন করেন। অস্ত্রোপচারে ব্যবহিত ১২০টি বিভিন্ন যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন। তিনি বেনারসের অধিবাসী, গঙ্গা নদীর তীরে তার হাসপাতাল। চরক এবং শুশ্রুত যে কাজ করে গেছেন সেগুলোই আজকের আয়ুর্বেদ শাস্ত্রের ভিত।

হিপোক্রাটিস

ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা হিপোক্রাটিস কে ফাদার অব মেডিসিন নামে অভিহিত করেন। তিনি খ্রিস্টপূর্ব ৪২৫ সালে গ্রিসে জন্মগ্রহণ করেন। তার লিখিত বইয়ের নাম ম্যাটেরিয়া মেডিকো।

ডিওসকোরাইডিস

৩০ খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে রোমে চলে যান এবং কালক্রমে সেখানে বিখ্যাত সম্রাট নিরোর প্রধান চিকিৎসক নিযুক্ত হন। দ্য মেটেরিয়া মেডিকো নামের বই লিখে গেছেন। তার মৃত্যুর দেড় হাজার বছর পরেও বইটি মেডিকেল ছাত্রদের পাঠ্য ছিল।

গ্যালেন

রোমের আরেকজন অত্যন্ত বিখ্যাত চিকিৎসক গ্যালেন ১৩০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম ফার্মাসিস্ট। তাঁর লেখা চিকিৎসা পদ্ধতি প্রায় দুই হাজার বছর ধরে চিকিৎসা শাস্ত্রকে প্রভাবিত করছে। তিনি ছিলেন হিপোক্রাটিসের চিন্তাধারার সমর্থক। শারীর বিদ্যার বিভিন্ন অজানা দিক উন্মোচন করেন গ্যালেন। তিনি তত্ত্ব প্রদান করেন যে, মস্তিস্ক সব মাংসপেশীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে।

আল রাজী

অন্যান্য সভ্যতার তুলনায় আরব চিকিৎসকদের ইতিহাস অত্যন্ত নবীন। মাত্র ১০০০ বছর পূর্বে এই চিকিৎসকরা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে অসামান্য অবদান রাখেন। তখন রসায়নকে বলা হতো আল-কেমি। তিনি রসায়ন শাস্ত্রের অত্যন্ত বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন। ইউরোপের বিজ্ঞানীরা তাকে ইরানে র‍্যাজেস নামে ডাকেন। তিনি ৮৬৫ খ্রিস্টাব্দে ইরানে জন্মগ্রহণ করেন। তিনিই প্রথম গুটি বসন্ত ও হামের চিকিৎসা শুরু করেন। ফুলের পরাগ রেনু থেকে যে এলার্জি হতে পারে তা তিনিই প্রমাণ করেন। তিনিই প্রথম অনুধাবন করেন যে, শরীরে রোগ বিকাশের প্রথম ধাপ হলো জ্বর।

ইবনে সিনা

ইবনে সিনা ৯৮০ খ্রিস্টাব্দে পারস্যে জন্মগ্রহণ করেন। তিনি ঔষধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা। তিনি তিক্ত ও বিস্বাদ ওষুধকে সুমিষ্ট, সুস্বাদু ও সুগন্ধময় করার উপায় হিসেবে সিরাপ আবিষ্কার করেন। তার বিখ্যাত গ্রন্থ কানুন। তিনিই প্রথম সংক্রামক রোগ এবং যৌন রোগের ধারণা দেন। স্বাস্থ্যবিধির আওতায় রোগ সংক্রমণকালে রোগীকে পৃথকভাবে রাখা ব্যবস্থার প্রবর্তক ও তিনি। রাজ রোষের শিকার হয়ে ইবনে সিনাকে অকালে প্রাণ দিতে হয়।

প্রথম চা আবিষ্কার করেন কে? — শেন নাং।

শেন নাং কতটি ওষুধের তালিকা তৈরি করেন? — ৩৬৫ টি।

নিচের কোন বিজ্ঞানীর কাজের উপর ভিত্তি করে চীনা ফার্মাকোপিয়া প্রনীত হয়? — শেন নাং।

চীনের কৃষির জনক কাকে বলা হয়? — শেন নাং।

নতুন ওষুধ আবিষ্কারের পর নিজের শরীরে প্রয়োগ করতেন কোন বিজ্ঞানী? — শেন নাং।

শেন নাং এর কোন ওষুধ গুলো আজকের দিনেও ব্যবহিত হচ্ছে? — পডোফাইলাম, জিনসেন ও ইফিড্রা।

চৈনিক ফার্মাকোপিয়ার ভিত্তি হিসাবে কার কাজকে ধরা হয়? — শেন নাং।

মমি তৈরির কৌশল আবিষ্কার করেন কে? — ইমহোটেপ।

ইতিহাসের প্রথম স্থপতি, প্রথম প্রকৌশলী এবং প্রথম চিকিৎসক কে ছিলেন? — ইমহোটেপ।

ইমহোটেপ কত বছর আগে চিকিৎসক ছিলেন? — ৫০০০ বছর।

ইমহোটেপ কোথায় জন্মগ্রহণ করেন? — মিশরে।

ইমহোটেপ কি ছিলেন? — মিশরের সম্রাট বা ফারাও।

ইমহোটেপ কোন ফল দ্বারা চিকিৎসা করতেন? — রসুন, খেজুর ও ক্যাস্টর অয়েল।

ইমহোটেপকে মিশরের কি হিসাবে বিবেচনা করা হয়? — প্রথম স্থপতি, প্রথম প্রকৌশলী এবং প্রথম চিকিৎসক।

চরক লিখিত বইয়ের নাম কি? — চরক সংহিতা।

ইমহোটেপ আহত সোইনিকদের হাড় জোড়ার জন্য কী ব্যবহার করতেন? — লতাগুল্ম ও বিশেষ ব্যান্ডেজ।

ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক কে? — চরক।

চরক সংহিতা কোন শাস্ত্রের প্রথম বই? — আয়ুর্বেদ।

চরক সংহিতা বইটি কত বছর আগে প্রকাশিত হয়? — ২৮০০ বছর আগে।

কাশীর মহারাজার রাজবৈদ্য কে ছিলেন? — চরক।

কোন দেশের বিজ্ঞানীরা চরককে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করতেন? — ইউরোপ।

চরক কোন বিষয়ে সুপণ্ডিত ছিলেন? — শারীর বিদ্যা, রোগবিদ্যা এবং ভ্রুন বিদ্যা।

খ্রিস্টপূর্ব কত সালে শুশ্রুত সংহিতা বইটি রচিত হয়? — ৬০০ সালে।

ভারতীয় সভ্যতায় প্রথম অস্ত্রোপচার পদ্ধতির প্রবর্তন করেন কে? — শুশ্রুত।

শুশ্রুত ওষুধের সাধারন গুণ অনুযায়ী কয়টি গোষ্ঠীতে ভাগ করেন? — ৭ টি।

শুশ্রুত অস্ত্রোপচারে ব্যবহারের জন্য কয়টি যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন? — ১২০টি।

ফাদার অব মেডিসিন কাকে বলা হয়? — হিপোক্রাটিস।

হিপোক্রাটিস লিখিত বইয়ের নাম কি? — ম্যাটেরিয়া মেডিকো।

ডিওসকোরাইডিস কোথায় জন্মগ্রহণ করেন? — রোমে।

খ্রিস্টপূর্ব কত সালে হিপোক্রাটিস জন্মগ্রহণ করেন? — ৪২৫ সালে।

ডিওসকোরাইডিস কত সালে জন্মগ্রহণ করেন? — ৩০ সালে।

দ্যা ম্যাটেরিয়া মেডিকো নামের বইটি কে রচনা করেন? — ডিওসকোরাইডিস।

বিখ্যাত সম্রাট নিরোর প্রধান চিকিৎসক হিসেবে কে নিযুক্ত ছিলেন? — ডিওসকোরাইডিস।

ঐতিহাসিকদের মতে প্রথম ফার্মাসিস্ট কে ছিলেন? — গ্যালেন।

গ্যালেন কোথায় জন্মগ্রহণ করেন? — রোমে।

গ্যালেন কত সালে জন্মগ্রহণ করেন? — ১৩০ সালে।

সর্বপ্রথম কোল্ড ক্রিম তৈরি করেন কে? — গ্যালেন।

সব মাংসপেশীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে — মস্তিস্ক।

রোমে শব ব্যবচ্ছেদ কঠোরভাবে নিষিদ্ধ থাকলেও বানর ও শুকর দেহ ব্যবচ্ছেদ করেন কে? — গ্যালেন।

গ্যালেন কার চিন্তা ধারার সমর্থক ছিলেন? — হিপোক্রাটিস।

রসায়নকে কি নামে ডাকা হতো? — আল-কেমি।

চিকিৎসার মূল ভিত্তি হিসাবে রসায়নকে কে গ্রহণ করেন? — আলরাজী।

ইউরোপীয় বিজ্ঞানীরা আল রাজীকে ইরানে কি নামে ডাকতেন? — র‍্যাজেস।

ইরাকের বাগদাদে বিখ্যাত মুক্তাদি হাসপাতালের প্রধান কে ছিলেন? — আল রাজী।

আল রাজী প্রথম অনুধাবন করেন যে শরীরে রোগ বিকাশের প্রথম ধাপ হলো — জ্বর।

ফুলের পরাগ রেনু থেকে এলার্জি হতে পারে এটি সর্বপ্রথম কে প্রমাণ করেন? — আল রাজি।

গুটিবসন্ত ও হামের চিকিৎসা সর্বপ্রথম কে শুরু করেন? — আল রাজী।

চিকিৎসা বিজ্ঞানে প্রথম গাছগাছড়ার বদলে মূল উপাদান বা পিউর কেমিক্যাল ব্যবহার শুরু করেন কে? — আল রাজী।

ইবনে সিনা কোথায় জন্মগ্রহণ করেন? — পারস্যে।

ওষুধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা কে? — ইবনে সিনা।

ইবনে সিনা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? — ৯৮০ খ্রিস্টাব্দে।

ইউনানী চিকিৎসা শাস্ত্রের প্রধান বিজ্ঞানী বিবেচনা করা হয় কাকে? — ইবনে সিনা।

রোগের শ্রেণী বিন্যাস ও স্বাস্থ্য বিধি প্রণয়ন করেন কে? — ইবনে সিনা।

কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ইবনে সিনা অবিস্মরনীয় হয়ে আছে? — ফার্মাকোলজী।

কানুন বইটির রচয়িতা কে? — ইবনে সিনা।

সুগার কোটেড বটিকা কে প্রচলন করেন? — ইবনে সিনা।

সংক্রামক রোগ ও যৌন রোগের ধারণা দেন নিচের কোন বিজ্ঞানী? — ইবনে সিনা।

রোগের শ্রেণিবিন্যাস ও স্বাস্থ্যবিধি প্রণয়ন এবং সংক্রামণকালে রোগীকে পৃথক রাখার ব্যবস্থার প্রবর্তক কে? — ইবনে সিনা।

ইবনে সিনাকে অকালে প্রাণ দিতে হয় কোন কারণে? — রাজ রোষে।

ওষুধের বানিজ্যিক নামকে ইংরেজীতে কি বলে? — Brand Name/Trade Name

ল্যাবরেটরীতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে ওষুধ তৈরী হয় তাকে ড্রাগের কোন উৎস বলে? — কৃত্রিম উৎস।

ড্রাগের উৎস কয়টি? — ২টি।

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি কোনটি? — এ্যালোপ্যাথি।

এ্যালোপ্যাথি ওষুধের মূল অসুবিধা কোনটি? — পার্শ্ব প্রতিক্রিয়া।

অষ্টাদশ শতকে কে হোমিওপ্যাথির ধারণা দেন? — স্যামুয়েল হ্যানিম্যান।

বেলাডোনা, নাক্সভোম, থুজা এগুলো কোন প্রাণীর ওষুধ? — হোমিওপ্যাথি।

স্যামুয়েল হ্যানিম্যান ছিলেন ___ চিকিৎসক ও রসায়নবিদ।

হোমিওপ্যাথি ওষুধের অসুবিধা কোনটি? — কার্যকারিতা অত্যন্ত ধীর।

হোমিওপ্যাথি ওষুধের সুবিধা কোনটি? — সহজলভ্য ও দামে কম।

আয়ুর্বেদীয় ওষুধের উৎপত্তি কোথায়? — ভারত।

আয়ুর্বেদ চিকিৎসা ধারার ইতিহাস কত বছরের পুরনো? — ৫০০০ বছরের।

ইউনানী চিকিৎসার উৎপত্তি কোথায়? — গ্রীসের ইউনান।

ইউনানী চিকিৎসাকে প্রতিষ্ঠিত করেন কারা? — আরবীয়রা।

ইউনানী ধারার চিকিৎসকরা – – – নামে পরিচিত? — হেকিম/হাকিম/তিব্ব।

নিচের কোনটি ওষুধের অপব্যবহার এর কারণ?
— নির্দেশিত দিন পর্যন্ত ওষুধ না খাওয়া
— মাত্রা অনুযায়ী ওষুধ না খাওয়া
— প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ক্রয় বিক্রয়

ফার্মাসিস্ট এর জন্য অপরাধ মূলক কাজ কোনটি? — রোগ নির্ণয়, ওষুধের অপব্যবহার ও ওষুধ নির্ধারণ।

নিচের কোনটি ফার্মাসিস্টের কর্তব্য নয়? — প্রেসক্রিপশনে কোন জটিল রোগের উল্লেখ আছে কি না তা দেখা।

নিচের কোনটি দক্ষ সেবা প্রদানের ক্ষেত্রে ফার্মাসিস্টদের কাজ?
— চিকিৎসকের নির্দেশমতো ঔষুধ দেয়া
— জরুরী চিকিৎসায় সহায়তা করা
— বিকল্প ঔষুধ প্রদানে বিরত থাকা

ওষুধ প্রস্তুত বিজ্ঞানের বাইবেল বলা হয় কোনটিকে? — ফার্মাকোপিয়া।

ওষুধের সঠিক ব্যবহারে ফার্মাসিস্ট এর সঠিক দায়িত্ব কোনটি?
— ওষুধের নাম যাচাই
— কতবার খেতে হবে তা নির্ধারণ করা
— কত দিন পর্যন্ত খেতে হবে তা নির্ধারণ করা

সমাজে দক্ষ সেবা প্রদান করা ফার্মাসিস্টের কি রকম দায়িত্ব? — নৈতিক।

জন্ডিসের সময় কোন ওষুধ দেয়া যাবে না? — প্যারাসিটামল, ব্যাথার ঔষধ এবং ভিটামিন সি।

এ্যারোমাথেরাপি পদ্ধতিতে কি ব্যবহার করে চিকিৎসা করা হয়? — ফুলের গন্ধ।

ঔষধের পরিভাষা কী? — ড্রাগ বা মেডিসিন।

উন্নয়নশীল দেশে স্বাস্থ্য বাজেটের কত অংশ আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে আসে? — ৫ শতাংশ।

নিচের কোনটি সঠিক? — আইন নীতির উপর প্রতিষ্ঠিত।

অনুন্নত দেশে স্বাস্থ্য বাজেটের কত অংশ আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে আসে? — ২০ শতাংশ।

INN এর Full Form কি? — International Non Proprietary Name

কোন বানানটি শুদ্ধ? — Pharmacopoeia

সর্বজন স্বীকৃত ফার্মাকোপিয়া কোনটি? — BP and USP

পেরাসিটামল বিপি ৫০০ এমজি এখানে বিপি এর অর্থ কী? — ব্রিটিশ ফার্মাকোপিয়া।

আন্তর্জাতিক সেবামূলক সংস্থাগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? — ৩ ভাগে।

স্বাস্থ্য সেবায় WHO, UNICEF, WB, UNFPA, UNDP হলো — মাল্টিল্যাটেরাল এজেন্সি।

স্বাস্থ্য সেবায় গ্রামীন ব্যাংক, ব্র্যাক, টিএমএস ও আশা হলো — এনজিও।

স্বাস্থ্য সেবায় USAID, UKAID, JICA হলো — বাইল্যাটেরাল এজেন্সি।

WHO অর্থ কি? — বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সর্বোচ্চ সম্ভব পর্যায়ে জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করা কোন সংস্থার প্রধানতম উদ্দেশ্য? — WHO

WHO বাংলাদেশে কোন রোগ নিয়ন্ত্রণে কাজ করছে? — গোদ রোগ, কালাজ্বর ও ডেঙ্গু।

নিচের কোন সংস্থাটি শিশুদের নিয়ে কাজ করে? — UNICEF

ইউনিসেফের বাজেটের শতকরা কতভাগ আসে বিভিন্ন সরকারের দান থেকে? — ৭০ ভাগ।

UNICEF বাংলাদেশে কোন কাজটি করেনা? — আবহাওয়া পরিবর্তন বিষয়ে আলোচনা।

স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন খাতে বর্তমানে বিশ্ব ব্যাংক মোট ঋণের কত শতাংশ দিয়েছে? — ২৫ শতাংশ।

স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলোর মধ্যে বিশ্ব ব্যাংক মূলত নিচের কোন রোগটি নিয়ে বেশি মনোযোগী? — এইডস।

জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ তহবিল কোনটি? — JICA

UNFPA-এর মোট বাজেটের ৫০-৬০ ভাগ অর্থ কোন খাতে ব্যায় হয়? — কারিগরি সহায়তা।

UNFPA-এর মোট বাজেটের ৭০ ভাগ অর্থ কোন দেশগুলোতে ব্যায় হয়? — অনুন্নত।

জনসংখ্যা বৃদ্ধি রোধে UNFPA কত সাল থেকে বাংলাদেশকে সাহায্য করে আসছে? — ১৯৭৪

নিচের কোন সংস্থাটি বাংলাদেশের শিশু স্বাস্থ্য ও মাতৃত্বকালীন স্বাস্থ্য বিষয়ে সেবা প্রদান করে? — UNDP

UNDP এর বাজেটের কত শতাংশ স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক খাতে প্রদান করা হয়? — ২০ শতাংশ।

মেয়ে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নিচের কোন সংস্থাটি কাজ করছে? — UNICEF

AIDS নিয়ে কোন সংস্থাটি কাজ করছে? — WHO, UNDP and WB

ফার্মেসী সেবা বিষয়ক ক্ষেত্রে অর্থ সাহায্য প্রদান করে নিচের কোন সংস্থাটি? — UKAID

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/অধিদপ্তর সমূহকে কারিগরি সহায়তা প্রদান করে কোন সংস্থাটি? — MSH

বাংলাদেশে সরকার নিবন্ধিত এনজিও কয়টি ও কী কী? — ৪০০ টি।

রেড ক্রিসেন্ট ও রেডক্রস কি রকম সংস্থা? — এনজিও।

প্রাকৃতিক দুর্যোগ সহায়তাকারী কোন এন.জি.ও. টি আন্তর্জাতিক ভাবে অত্যন্ত বিখ্যাত? — Red Cross

গ্রামীণ ব্যাংক কী? — এনজিও।

নিচের কোনটি এনজিও? — ব্র্যাক, কারিতাস ও টিএমএসএস।

স্বাস্থ্য সেবার প্রথম ধাপ নিচের কোনটি? — কমিউনিটি ফার্মেসী।

নিচের কোনটি ফার্মাসিস্টদের দায়ত্বের মধ্যে পড়ে না? — মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রয়।

নিচের কোনটি ওষুধ বা ড্রাগের উৎস? — উদ্ভিদ, প্রাণীদেহ, খনিজ ও রাসায়নিক।


  • সি-ক্যাটাগরি ফার্মেসী কোর্স পরীক্ষার প্রস্তুতি
  • সি-গ্রেড ফার্মেসী কোর্স পরীক্ষার সাজেশন
Click to rate this post!
[Total: 4 Average: 4]

মডিউল-১
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

প্রবন্ধ রচনা : একটি শীতের সকাল

June 22, 2025

যক্ষ্মা : মডিউল-৭ : সেশন-২

June 22, 2025

রোগ জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতার প্রতিবন্ধকতা : মডিউল-৭ : সেশন-১

June 22, 2025
Leave A Reply Cancel Reply

Recent Posts
  • সকল গাণিতিক সূত্র : PDF
  • প্রবন্ধ রচনা : মানব কল্যাণে বিজ্ঞান [16 Point]
  • প্রবন্ধ রচনা : দৈনন্দিন জীবনে কম্পিউটার [19 Points]
  • প্রবন্ধ রচনা: কর্মমুখী বা বৃত্তিমূলক শিক্ষা [16 Points]
  • প্রবন্ধ রচনা : বৃক্ষরোপণ অভিযান [18 Points]
  • প্রবন্ধ রচনা : শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা [16 Points]
  • প্রবন্ধ রচনা : ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য [8 Points]
  • প্রবন্ধ রচনা : নারীর ক্ষমতায়ন [15 Points]
  • প্রবন্ধ রচনা : বাংলার উৎসব [১৫ পয়েন্ট]
  • ত্রিকোণমিতিক অনুপাতের টেবিল : 0°, 30°, 45°, 60°, 90°
Popular Educational sites

myallgarbage.com

qnafy.com

tori.top

share.myallgarbage.com

Facebook X (Twitter) Instagram Pinterest
  • About
  • Contact
  • Disclaimer
  • Privacy Policy
© 2025 eNoteShare. Publishing by SCSOFT.

Type above and press Enter to search. Press Esc to cancel.