Close Menu
  • সি-ক্যাটাগরি ফার্মেসী কোর্স পরীক্ষার প্রস্তুতি
  • বাংলা প্রবন্ধ রচনা
  • তথ্যকোষ
  • সাধারণ জ্ঞান
  • Grammar
  • Essay / Composition
  • List of Paragraphs
eNoteShare
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp
eNote Share
MAG
eNote Share
Home | ডিসপেন্সিং : মডিউল-৪ : সেশন-২

ডিসপেন্সিং : মডিউল-৪ : সেশন-২

eNoteShareBy eNoteShareUpdated:June 22, 2025No Comments5 Mins Read সি গ্রেড ফার্মাসিস্ট
ডিসপেন্সিং
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মডিউল-৪/সেশন-২

ডিসপেন্সিং

ডিসপেন্সিং কি? — এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে রোগী বা গ্রাহককে ওষুধপত্র দেয়া হয়।

ওষুধ ডিসপেন্সিং মূলত স্বাস্থ্যসেবা প্রদানের সর্বশেষ ধাপ।

ডিসপেন্সিং এর উপর অনেক সময় রোগীর বা গ্রাহকের চিকিৎসার ফলাফল নির্ভর করে।

ডিসপেন্সার কে? — একজন প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য ব্যক্তি।

ব্যবস্থাপত্র কি? — একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক লিখিত নির্দেশনা।

ব্যবস্থাপত্র প্রদানকারী কে? — আইনগতভাবে অনুমোদিত একজন শিক্ষিত চিকিৎসক।

একজন রেজিস্টার্ড চিকিৎসক রোগীকে রোগ নিরাময়ের জন্য যে পথ্য/উপাদান এবং অবশ্য পালনীয় পরামর্শ দেন সেগুলো সাধারণভাবে কি হিসাবে বিবেচিত হয়? — ওষুধপত্র।

রেজিস্টার্ড চিকিৎসকের দ্বারা লিখিত ব্যবস্থাপত্র ছাড়া কোন মেডিসিন গুলো বিক্রয় করা যাবে না? — Prescription only Medicine

যে সকল ওষুধ ব্যবস্থাপত্র ছাড়াই রোগী বা গ্রাহকের কাছে সরাসরি বিক্রয় করা যায় তাকে কি বলে? — OTC Drug

OTC Drug কয়টি? — ৩৯ টি।

OTC মানে কি? — Over-The-Counter

ডিসপেন্সিং এর কয়টি সঠিক ধাপ রয়েছে? — ৫টি।
ডিসপেন্সিং এর এই ৫টি সঠিক ধাপ নিচে উল্লেখ করা হলো।
— সঠিক ওষুধ
— সঠিক ডোজ
— সঠিক পরিমাণ
— সঠিক পাত্র/কন্টেননার
— সঠিক সেবনবিধি/নির্দেশনা

ডিসপেন্সিং প্রক্রিয়ার কয়টি ধাপ রয়েছে? — ৮টি
ডিসপেন্সিং এর এই প্রক্রিয়াগুলো হলো :
— ব্যবস্থাপত্র পড়া ও পর্যালোচনা করা
— ডিসপেন্সিং এর জন্য ওষুধ সংগ্রহ করা
— লেবেল প্রিন্ট করে পাত্র বা মোড়কে এঁটে দেওয়া
— ব্যবস্থাপত্র পুনঃপরীক্ষা করা
— ওষুধের পরিমাণ, মূল্য নির্ণয় ও বিল প্রস্তুত করা
— ওষুধ প্যাকেটে ভরা
— ক্রেতাকে ওষুধ প্রদান ও সেবনের পরামর্শ দেয়া
— ডিসপেন্সিং রেকর্ড রেজিস্টারে সংরক্ষণ করা

যদি আপনি চিকিৎসকের লেখা পড়তে না পারেন তবে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।

যদি দেখেন যে একই ব্যবস্থাপত্র অনুযায়ী ৩ বার বা তার বেশি ওষুধ নেয়া হচ্ছে তবে রোগী বা গ্রাহককে পুনরায় চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করুন।

ওষুধের জেনেরিক নাম : আমাদের দেশে সাধারণত রোগীর ব্যবস্থাপত্রে ওষুধসমূহ ট্রেড/ব্যবসায়িক নামে লেখা হয়। জেনেরিক নামসমূহ আন্তর্জাতিক কর্তৃপক্ষের মাধ্যমে দেয়া হয়ে থাকে। পৃথিবীর সর্বত্রই কোন একটি ওষুধের একই জেনেরিক নাম ব্যবহার করা হয়ে থাকে।

রক্ত বন্ধ করা বা বিশেষ ধরণের ক্ষতের জন্য : ১ ভাগ হাইড্রোজেন পার অক্সাইড ৩ ভাগ পানিতে মিলিয়ে নিতে হবে। এ দ্রবনে তুলো ভিজিয়ে ক্ষততে লাগাতে হবে।

নোংরা ড্রেসিং তুলে ফেলার জন্য : ১ ভাগ হাইড্রোজেন পার অক্সাইড ৩ ভাগ পানি মিলিয়ে নিতে হবে। এই দ্রবন দিয়ে ড্রেসিং ভিজিয়ে নিন। কয়েক মিনিট অপেক্ষা করুন এবং তুলে ফেলুন।

মাউথওয়াশ ও দুর্গন্ধনাশক : এক গ্লাস পানিতে এক টেবিল চামচ হাইড্রোজেন পার অক্সাইড মিলিয়ে গড়গড়া করুন।

তৈরি খাবার স্যালাইন দ্রবন ১২ ঘণ্টার মধ্যেই শেষ করতে হবে। ১২ ঘণ্টা পর যদি কিছুটা থেকে যায়, তবে তা ফেলে দিন।

ওষুধ ডিসপেন্সিং প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন করতে হয়? — ৮টি।

ওষুধ ডিসপেন্সিং এর সময় কয়টি অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে? — ৫টি।

একটি আদর্শ ব্যবস্থাপত্রে কয়টি তথ্য থাকা উচিত? — ৮টি।

কোন রোগী একই ব্যবস্থাপত্র অনুযায়ী কত বার ওষুধ নেওয়া হলে পুনরায় চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করতে হবে? — ৩ বার।

ব্যবস্থাপত্র চেক করার সময় চেকলিস্ট মোতাবেক কয়টি বিষয়ে পর্যবেক্ষণ করা হবে? — ৫টি।

ওষুধ ডিসপেন্সিং এর লেবেলে চেকলিস্ট মোতাবেক কয়টি তথ্য থাকা উচিত? — ৮টি।

স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর প্যারাসিটামল ওষুধের ব্যবসায়িক নাম কি? — এইচ।

বাক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর প্যারাসিটামল ওষুধের ব্যবসায়িক নাম কি? — নাপা।

রোগী বা গ্রাহকের জন্য নির্দেশনার চেকলিস্টে কয়টি তথ্য থাকা উচিত? — ৬টি।

নোংরা ড্রেসিং তুলে ফেলার জন্য হাইড্রোজেন পার অক্সাইড ও পানির কোন অনুপাতে সলিউশন ব্যবহার করা হয়? — ১:৩

রক্ত বন্ধ করা বা বিশেষ ধরণের ক্ষতের জন্য হাইড্রোজেন পার অক্সাইড ও পানির কোন অনুপাতে সলিউশন ব্যবহার করা হয়? — ১:৩

একটি পূর্ণ বয়স্ক মানুষের জন্য কয় গ্লাস পানিতে খাবার স্যালাইন তৈরি করতে হয়? — ২ গ্লাস।

একটি শিশুর জন্য কয় লিটার পানিতে খাবার স্যালাইন তৈরি করতে হবে? — $\frac{১}{৪}$

একজন ভাল ডিসপেন্সারের গুণাবলি –
— গ্রাহকের সাথে যোগাযোগ ও সেবা দান করতে পারা;
— ওষুধপত্র ও সাধারণ রোগ সম্পর্কে জ্ঞান থাকা;
— সততা ও পেশাদার আচরণ।

আদর্শ ব্যবস্থাপত্রে যে তথ্যগুলো থাকা উচিত?
— রোগীর নাম ও বয়স, ওষুধের নাম, ডোজেজ ফর্ম ও ডোজ এবং চিকিৎসার সময়;
— স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের নাম ও তারিখ;
— ডাক্তারের নাম, পদবী ও স্বাক্ষর।

কোন নামটি মনে রাখা সহজ — ট্রেড নাম বা ব্যবসায়িক নাম।

কোনটি জেনেরিক নামের উদাহরণ? — প্যারাসিটামল।

ওষুধের ট্রেড নাম কে নামকরণ করেন? — ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

পৃথিবীর সর্বত্রই একটি ওষুধের কোন নামটি একই ব্যবহার করা হয়ে থাকে? — জেনেরিক নাম।

ব্যবস্থাপত্রে ওষুধের কোন নামগুলো বেশি ব্যবহার হয়? — ট্রেড নাম বা ব্যবসায়িক নাম।

কোন নামটি ছোট হয়? — ট্রেড নাম বা ব্যবসায়িক নাম।

আমাদের দেশে ব্যবস্থাপত্রে ওষুধের কোন নাম লিখা হয়? — ট্রেড নাম বা ব্যবসায়িক নাম।

আন্তর্জাতিক কর্তৃপক্ষের মাধ্যমে কোন নামটি দেওয়া হয়? — জেনেরিক নাম।

বড়ি বা ক্যাপসুল জাতীয় ওষুধ নিম্নে কিসের মাধ্যমে ডিসপেন্স করা উচিত? — প্লাস্টিকের জিপ ব্যাগ/প্যাকেট অথবা কাগজের খাম।

মাউথ ওয়াশ ও দুর্গন্ধ নাশক হিসেবে হাইড্রোজেন পার অক্সাইড ও পানি কি পরিমাণ ব্যবহার করতে হবে? — এক গ্লাস পানি ও দুই টেবিল চামচ হাইড্রোজেন পার অক্সাইড।

কোন ধরনের ওষুধ পাউডার ফর সাসপেনশন বা গুড়া হিসাবে বাজারজাত করা হয়? — এন্টিবায়োটিক।

কোন ধরনের ওষুধ পুনঃপ্রস্তুতকরণ প্রক্রিয়ার প্রয়োজন হয়? — এন্টিবায়োটিক।

কোন ধরনের গুড়া ওষুধের কার্যকারিতা দীর্ঘ সময় থাকে না? — এন্টিবায়োটিক।


  • সি-ক্যাটাগরি ফার্মেসী কোর্স পরীক্ষার প্রস্তুতি
  • সি-গ্রেড ফার্মেসী কোর্স পরীক্ষার সাজেশন
Click to rate this post!
[Total: 1 Average: 5]

মডিউল-৪
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

প্রবন্ধ রচনা : একটি শীতের সকাল

June 22, 2025

যক্ষ্মা : মডিউল-৭ : সেশন-২

June 22, 2025

রোগ জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতার প্রতিবন্ধকতা : মডিউল-৭ : সেশন-১

June 22, 2025
Leave A Reply Cancel Reply

Recent Posts
  • সকল গাণিতিক সূত্র : PDF
  • প্রবন্ধ রচনা : মানব কল্যাণে বিজ্ঞান [16 Point]
  • প্রবন্ধ রচনা : দৈনন্দিন জীবনে কম্পিউটার [19 Points]
  • প্রবন্ধ রচনা: কর্মমুখী বা বৃত্তিমূলক শিক্ষা [16 Points]
  • প্রবন্ধ রচনা : বৃক্ষরোপণ অভিযান [18 Points]
  • প্রবন্ধ রচনা : শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা [16 Points]
  • প্রবন্ধ রচনা : ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য [8 Points]
  • প্রবন্ধ রচনা : নারীর ক্ষমতায়ন [15 Points]
  • প্রবন্ধ রচনা : বাংলার উৎসব [১৫ পয়েন্ট]
  • ত্রিকোণমিতিক অনুপাতের টেবিল : 0°, 30°, 45°, 60°, 90°
Popular Educational sites

myallgarbage.com

qnafy.com

tori.top

share.myallgarbage.com

Facebook X (Twitter) Instagram Pinterest
  • About
  • Contact
  • Disclaimer
  • Privacy Policy
© 2025 eNoteShare. Publishing by SCSOFT.

Type above and press Enter to search. Press Esc to cancel.