Close Menu
  • সি-ক্যাটাগরি ফার্মেসী কোর্স পরীক্ষার প্রস্তুতি
  • বাংলা প্রবন্ধ রচনা
  • তথ্যকোষ
  • সাধারণ জ্ঞান
  • Grammar
  • Essay / Composition
  • List of Paragraphs
eNoteShare
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp
eNote Share
MAG
eNote Share
Home | প্রবন্ধ রচনা : সংবাদপত্র [১৭ পয়েন্ট]

প্রবন্ধ রচনা : সংবাদপত্র [১৭ পয়েন্ট]

eNoteShareBy eNoteShareUpdated:June 22, 2025No Comments7 Mins Read প্রবন্ধ রচনা
Newspaper
সংবাদপত্র
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সংবাদপত্র

ভূমিকা

সংবাদপত্রকে বলা হয় জ্ঞান ভাণ্ডার। সংবাদপত্র ছাড়া আজকের দুনিয়ায় কথা কল্পনাই করা যায় না।পরিবেশন ছাড়াও শিক্ষা বিস্তার দেশ ও জাতি গঠনেও সংবাদপত্রের ভূমিকা অপরিহার্য।

 

সংবাদপত্রের গুরুত্ব

আধুনিক সভ্যতা থেকে সংবাদপত্রকে পৃথক করে দেখার উপায় নেই। সংবাদপত্র বিশাল পৃথিবীকে আমাদের চোখের সামনে তুলে ধরে। তাই এটি আধুনিক সভ্যতার একটি অন্যতম বাহন। সংবাদপত্র ছাড়া আজকে কিছুতেই আমাদের আর চলে না।

 

সংবাদপত্রের প্রচলন

সংবাদপত্র কোন দেশে প্রথম চালু হয় তার সঠিক খবর এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি। তবে অনেকে মনে করেন কাগজ আবিষ্কারের সাথে সাথে চীন দেশেই প্রথম সংবাদপত্র চালু হয়ে থাকবে। বাংলাদেশে শ্রীরামপুরের মিশনারিগণ ১৮১৮ খ্রিষ্টাব্দে প্রথম সংবাদপত্র প্রকাশ করেন। এর নাম ছিল সমাচার দর্পণ ।

 

সংবাদপত্রের প্রকার

সংবাদপত্র নানা রকমের হয়ে থাকে। যে-সব সংবাদপত্র রোজ প্রকাশিত হয় ও প্রতিদিনের সংবাদ প্রচার করে। সেগুলোকে দৈনিক পত্রিকা বলে। এছাড়া অর্ধ সাপ্তাহিক পাক্ষিক মাসিক খান্নাসিক ও বার্ষিক সংবাদপত্রও প্রকাশিত হয়।

 

সংবাদপত্রের উপকারিতা

ব্যক্তি ও জাতীয় জীবনে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। সারা বিশ্বে কোথায় কী ঘটছে সেসব জানার জন্য মানুষের আগ্রহের অন্ত নেই। সংবাদপত্রের পাতা থেকে সারা জগতের খবর পাওয়া যায়। এতে মানুষের জ্ঞানের পরিধি বাড়ে। সারা জগতের মানুষের চিন্তাধারার সাথে সংবাদপত্রের মাধ্যমে পরিচিত হওয়া যায়।

 

সংবাদপত্রের অপকারিতা

সংবাদপত্রের এর কিছু ক্ষতিকর দিকও আছে। কখনও কখনও উদ্ভট খবর প্রকাশ করে। পাঠককে বিভ্রান্ত করে। খারাপ উদ্দেশ্য নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে অনেক সময় মানুষের ক্ষতি করা হয়।

 

সংবাদপত্রের উৎপত্তি

সংবাদপত্রের প্রথম দিকের উৎপত্তির ইতিহাস পুরোপুরি স্পষ্ট না হলেও একথা জোর দিয়ে বলা যায় যে চীন দেশেই সর্বপ্রথম সংবাদপত্রের বিকাশ লাভ ঘটে। চীন দেশেই প্রথম কাগজ ও মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়েছিল। ইউরােপেও প্রথম সংবাদপত্রের আত্মপ্রকাশ ঘটল নবজাগরণের অন্যতম প্রাণকেন্দ্র ইতালিতে। সেখান থেকেই সংবাদপত্র অতি দ্রুত বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। মুদ্রণযন্ত্র আবিষ্কারের ফলেই সংবাদপত্রের দ্রুত প্রসার সম্ভব হল। উন্মােচিত হল বর্তমান সভ্যতার এক নব দিগন্ত।

 

সংবাদপত্রের প্রকারভেদ

প্রকাশের বৈশিষ্ট্য অনুসারে সংবাদপত্র নানা প্রকারের হয়ে থাকে। যেমন: দৈনিক সাপ্তাহিক পাক্ষিক মাসিক ত্রৈমাসিক ষান্মাসিক ও বার্ষিক। তবে সাপ্তাহিক পাক্ষিক মাসিক ত্রৈমাসিক সংবাদ পত্রগুলাের মধ্যে সংবাদের চেয়ে গল্প প্রবন্ধ সমালােচনা বৈজ্ঞানিক আলােচনা ইত্যাদি বেশি থাকে।

 

বাংলাদেশের সংবাদপত্র

বর্তমানে বাংলাদশে অসংখ্য সংবাদপত্র রয়েছে। বাংলাদেশের দৈনিক ইত্তেফাক দৈনিক ইনকিলাব দৈনিক বাংলা বাংলার বাণী সংবাদ যুগান্তর জনকণ্ঠ আজকের কাগজ ভােরের কাগজ বর্তমান দিনকাল প্রথম আলাে মানবজমিন বাংলাদেশ অবজারভার মর্নিং নিউজ ইত্যাদি পত্রিকা এবং বিচিত্রা বেগম রােববার ইত্যাদি সাপ্তাহিক পত্রিকা বিশেষ উল্লেখযােগ্য। তাছাড়া জেলাভিত্তিকভাবেও অনেক সংবাপত্র আমাদের দেশে ছাপানো হয়।

 

বাংলাদেশের সংবাদসংস্থা

পাকিস্তান আমলের সরকার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) স্বাধীনতার পর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) নামে পরিচালিত হয়ে আসছে। এ ছাড়া রয়েছে বেসরকারি বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) চট্টগ্রামের বাংলাদেশ নিউজ এজেন্সী (বিএনএ) ঢাকাকেন্দ্রিক প্রেস বার্তা সংস্থা মিডিয়া সিন্ডিকেট নিউজ মিডিয়া আবাস এবং অতি সম্প্রতি আবির্ভূত অ্যাসােসিয়েটেড প্রেস অব বাংলাদেশ উল্লেখযােগ্য।

 

সংবাদ সংগ্রহ

সংবাদ সংগ্রহের জন্যে সারা বিশ্বে উপযােগী ব্যবস্থা রয়েছে। বিশেষ বিশেষ বার্তা সংস্থা সংবাদ সংগ্রহ করে সংবাদপত্রের জন্যে পাঠানাের ব্যবস্থা করে। টেলিপ্রিন্টার যন্ত্রের সাহায্যে পত্রিকা অফিসে সংবাদ গ্রহণ করা হয়। সাম্প্রতিককালে সংবাদ আদান প্রদানের জন্যে আরও উন্নত ধরনের পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। ভূ উপগ্রহের মাধ্যমে বিশ্বজুড়ে যােগাযােগের যে নতুন দিগন্ত উন্মােচিত হয়েছে তাতে খুব সহজেই মুহূর্তকালের মধ্যে সারা বিশ্বের খবর সংবাদপত্র অফিসে পৌছে থাকে। বিশ্বজুড়ে তথ্য প্রবাহের যে সুযােগ সৃষ্টি হয়েছে তা সংবাদপত্রকে সমৃদ্ধ করছে। তবে সংবাদ সংগ্রহের জন্যে রিপাের্টারের ভূমিকাটিই মুখ্য। প্রত্যেক সংবাদপত্রের নিজস্ব সংবাদদাতা রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ করে পত্রিকা অফিসে পাঠায়। সেসব খবর রাতারাতি পত্র পত্রিকায় ছাপা হয়ে পরের দিন সকালে ঘরে ঘরে পৌঁছে যায়।

 

সংবাদপত্রের প্রয়ােজনীয়তা

একটি দেশের গণতন্ত্র রক্ষার পিছনে সংবাদপত্রের প্রয়োজনীয়তা রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্রের ভূমিকা : সংবাদপত্র গণতন্ত্রের সদা জাগ্রত প্রহরী। মহাবিচারপতির বিচারশালায় সে নিপীড়িত মানুষের পক্ষ সমর্থন করে। কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে গণতন্ত্রের মর্যাদা লুণ্ঠিত হলে কিংবা গণতন্ত্রের পবিত্রতা কোনাে কারণে কলুষিত হলে সংবাদপত্রের নির্ভীক কণ্ঠ সেখানে সোচ্চার হয়ে উঠে। সংবাদপত্র তাই জনগণের পবিত্র গণতান্ত্রিক অধিকার সংরক্ষণের সর্বদা দায়িত্বশীল অভিভাবক।

 

গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্রের ভূমিকা

সংবাদপত্র গণতন্ত্রের সদা জাগ্রত প্রহরী। মহাবিচারপতির বিচারশালায় সে নিপীড়িত মানুষের পক্ষ সমর্থন করে। কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে, গণতন্ত্রের মর্যাদা লুণ্ঠিত হলে কিংবা গণতন্ত্রের পবিত্রতা কোনাে কারণে কলুষিত হলে সংবাদপত্রের নির্ভীক কণ্ঠ সেখানে সোচ্চার হয়ে উঠে। সংবাদপত্র তাই জনগণের পবিত্র গণতান্ত্রিক অধিকার সংরক্ষণের সর্বদা দায়িত্বশীল অভিভাবক।

 

সংবাদপত্রের নানা গুরুত্বপূর্ণ ভূমিকা

সংবাদপত্র বর্তমান সভ্যতার অপরিহার্য অঙ্গ। প্রাকৃতিক বিপর্যয়ে মানব ভাগ্যে যখন দুর্দিন নেমে আসে তখন সংবাদপত্রই সেই দুঃসংবাদ গণ দুয়ারে পৌছায়ে দিয়ে ত্রাণকার্যকে করে ত্বরান্বিত। দ্বন্দ্ব সংঘাতময় ভূমণ্ডল মহাসাগরের দুস্তর ব্যবধান কিংবা গিরিকান্তার ও মরুপ্রান্তরে দুঃসাধ্য দুর্গমতাকে তুচ্ছ করে সে বিশ্ববার্তা সংগ্রহ করে আনে। রােগ জর্জর পৃথিবীর শিয়রে বসে সে মহাত্রাসীর মত অনুভব করে তার বক্ষ স্পন্দন এবং পৃথিবীর মানুষের কানে পৌছে। দেয় তার সকল সংবাদ দূর করে মানুষের উৎকণ্ঠা ও ব্যাকুল সংবাদ তৃষ্ণা। বিশ্বের রাজনীতি সমাজনীতি অর্থনীতি বিজ্ঞান বাণিজ্য সাহিত্য সংস্কৃতি খেলাধুলা আমােদ প্রমােদ সকল ক্ষেত্রেই তার অবাধ পদসঞ্চার। সংবাদপত্রের নির্ভীক ধিক্কার বাণী যখন ধ্বনিত হয়ে ওঠে সংগে সংগে পৃথিবীর লক্ষ কোটি মুখ কণ্ঠস্বরও প্রবল বিক্ষোভে সোচ্চার হয়ে ওঠে। শক্তিমদমত্ত অত্যাচারীর দল সেই প্রবল গণবিক্ষোভের সম্মুখে দাঁড়াতে পারে না। তখন ভীত সন্ত্রস্ত অত্যাচারীর দলনীতি স্বীকার করে সেই জাগ্রত জনমতের কাছে। অন্যায়ের পরাভবে ন্যায়ের অম্লান অমর্যাদা হয় পুনঃপ্রতিষ্ঠিত। পরাজিত হয় অত্যাচারী স্বৈরতন্ত্র জয় হয় মানবতার। নির্ভীক সংবাদপত্রই সেই কৃতিত্বের কারিগর। তাছাড়া জনসাধারণের চিঠিপত্র প্রকাশনার মাধ্যমে জাগ্রত জনমতকে প্রতিফলিত করে সংবাদপত্র পালন করে তার পবিত্র নৈতিক দায়িত্ব। তাই বলা হয়— It is the people’s parliament always in sessions. মন্তব্যটি সর্বোতভাবে সার্থক। সংবাদপত্র আক্ষরিক অর্থেই জনগণের সদাজাগ্রত জাতীয় সংসদ।

 

সংবাদপত্রের উপকারিতা

আধুনিক সংবাদপত্রের মাধ্যমে আমরা কেবল সংবাদই পরিবেশন করি না। দেশ বিদেশের রাজনীতি ও সামাজিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রের সংবাদ পরিবেশন ছাড়াও এতে থাকে বিচিত্র তথ্য প্রতিবেদন। পৃথিবীর পারিবারিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক বাণিজ্যিক আলোচনা গবেষণা প্রতিক্রিয়া প্রভৃতি জানতে পারি। সংবাদপত্র পাঠে সাহিত্যের উন্নতি শিল্পের অগ্রগতি বাজার দর যুদ্ধ বিগ্রহ খেলাধুলা আবহাওয়ার খবর ইত্যাদি জানা যায়। এতে নানা ধরনের বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন প্রকাশিত হয়। ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক ক্রীড়ামোদী ব্যবসায়ী সবাই সংবাদপত্র পাঠে উপকৃত হয়। শিশু কিশাের ও ছাত্র-ছাত্রীদের জন্য থাকে আলাদা বিভাগ, আলাদা পাতা। আসলে সংবাদপত্র এখন জনজীবনের প্রায় সব দিককেই তার আওতায় নিয়ে আসতে চাইছে। সংবাদপত্র বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষায় পরিপূরক ভূমিকা পালন করছে। বর্তমানে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পাঠক্রমভিত্তিক এবং পরীক্ষা-নির্ভর সার্টিফিকেট প্রদানের শিক্ষায় শিক্ষার্থীর জ্ঞানের ক্ষেত্র সীমিত হয়ে পড়ছে। সংবাদপত্র এখন যেহেতু জ্ঞান বিজ্ঞানের সর্বক্ষেত্রকেই তার আওতায় এনেছে তার ফলে শিক্ষার্থীরা নিয়মিত সংবাদপত্র পাঠে বহুমুখী জ্ঞান অর্জনের সুযােগ পায়। এতে তাদের জ্ঞানের ক্ষেত্র যেমন সম্প্রসারিত ও বিকশিত হয় তেমনি বিষয়জ্ঞানের পাশাপাশি ভাষাজ্ঞানও বাড়ে। সংবাদপত্রের কল্যাণে বিশাল এ পৃথিবী ক্রমেই ছােট হয়ে আসছে। এছাড়া রাষ্ট্রের বিধিবিধান প্রচারের ক্ষেত্রে ও জাতি গঠনের কাজে সংবাদপত্রের অবদান অপরিসীম।

 

সংবাদপত্রের দুর্বলতা

সংবাদপত্রের গুরুত্নের পাশাপাশি দুর্বলতাও রয়েছে। সংবাদপত্র নির্দিষ্ট ব্যক্তি সরকার গােষ্ঠী বা দলের মালিকানায় প্রকাশিত হয়। সুতরাং মালিকের প্রভাব এখানে প্রাধান্য পায়। এরূপ অবস্থা অনেক সময় ব্যক্তিগত স্বার্থ বৃদ্ধি ও কলহের রূপ ধারণ করে এবং এর ফলে দেশবাসীকে ভুল পথে পদক্ষেপ নেয়ার আশঙ্কা দেখা দেয়।

 

জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা

গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রকৃত ক্ষমতা থাকে জনগণের হাতে। ফলে সরকারের গৃহীত পদক্ষেপ ও ভূমিকা জাতীয় অগ্রগতির পক্ষে কতটা সহায়ক এবং কতটা জনস্বার্থের পরিপূরক তা নিয়ে জনগণের মধ্যে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। ক্ষমতাসীনরা সবসময় তাদের পদক্ষেপকে জোর গলায় ইতিবাচক বলে প্রচার করে এবং বিরােধীরা তাকে একেবারেই প্রত্যাখ্যান করেন। কিন্তু সংবাদপত্র উভয় পক্ষের মতামত যুক্তি ও তথ্যনির্ভর আলােচনা প্রকাশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের অভিমত গঠন করতে পারে। সংবাদপত্রের পাতায় জ্ঞানীগুণী বিশেষজ্ঞদের লেখা প্রবন্ধ ও অভিমত সম্পাদকীয় চিঠিপত্র কলাম লেখকদের তর্কবিতর্ক যুক্তিপ্রদান ও যুক্তিখণ্ডন ইত্যাদি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দুর্নীতি দমন সন্ত্রাস দমন সড়ক দুর্ঘটনা দ্রব্যমূল্যের বৃদ্ধি ও প্রতিকার সেনাবাহিনীর ভূমিকা ইত্যাদি বিষয়ে জনমত গঠনে সংবাদপত্র অগ্রণী ভূমিকা পালন করেছে। অবশ্য কখনাে কখনাে কোনাে কোনাে সংবাদপত্র বিশেষ গােষ্ঠী বা দলীয় স্বার্থে জনমতকে তাদের পক্ষে টানার জন্য সঙ্কীর্ণ উদ্দেশ্যপূর্ণ নানারকম প্রচারণায় লিপ্ত হয়। কিন্তু পাঠকসমাজ সচেতন হলে শেষ পর্যন্ত এসব সংবাদপত্রের অপপ্রচারের চেষ্টা ও হীন উদ্দেশ্য সফল হতে পারে না।

 

উপসংহার

একটি নিরপেক্ষ সংবাদপত্র সত্যসন্ধ দিকদর্শকের মতোই একটি সমাজ দেশ ও জাতিকে সুষ্ঠু ও সুন্দর দিক নির্দেশনা দিতে পারে। তাই বর্তমানে সংবাদপত্রের গুরুত্ব অপরিহার্য।

Click to rate this post!
[Total: 0 Average: 0]

newspaper
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

প্রবন্ধ রচনা : মানব কল্যাণে বিজ্ঞান [16 Point]

July 6, 2025

প্রবন্ধ রচনা : দৈনন্দিন জীবনে কম্পিউটার [19 Points]

June 30, 2025

প্রবন্ধ রচনা: কর্মমুখী বা বৃত্তিমূলক শিক্ষা [16 Points]

June 29, 2025
Leave A Reply Cancel Reply

Recent Posts
  • সকল গাণিতিক সূত্র : PDF
  • প্রবন্ধ রচনা : মানব কল্যাণে বিজ্ঞান [16 Point]
  • প্রবন্ধ রচনা : দৈনন্দিন জীবনে কম্পিউটার [19 Points]
  • প্রবন্ধ রচনা: কর্মমুখী বা বৃত্তিমূলক শিক্ষা [16 Points]
  • প্রবন্ধ রচনা : বৃক্ষরোপণ অভিযান [18 Points]
  • প্রবন্ধ রচনা : শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা [16 Points]
  • প্রবন্ধ রচনা : ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য [8 Points]
  • প্রবন্ধ রচনা : নারীর ক্ষমতায়ন [15 Points]
  • প্রবন্ধ রচনা : বাংলার উৎসব [১৫ পয়েন্ট]
  • ত্রিকোণমিতিক অনুপাতের টেবিল : 0°, 30°, 45°, 60°, 90°
Popular Educational sites

myallgarbage.com

qnafy.com

tori.top

share.myallgarbage.com

Facebook X (Twitter) Instagram Pinterest
  • About
  • Contact
  • Disclaimer
  • Privacy Policy
© 2025 eNoteShare. Publishing by SCSOFT.

Type above and press Enter to search. Press Esc to cancel.