সৃজনশীল : একঘাত সমীকরণ : অনুশীলনী ৫.১ – সমস্যা ২৫

সৃজনশীল : একঘাত সমীকরণ : অনুশীলনী ৫.১ - সমস্যা ২৫

 ২৫  একটি স্টিমারে যাত্রী সংখ্যা $376$ জন। ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার তিনগুণ। ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া $60$ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি $33840$ টাকা।

  • (ক) ডেকের যাত্রী সংখ্যাকে $x$ ধরে সমীকরণ তৈরি কর।
  • (খ) ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত?
  • (গ) কেবিনের মাথাপিছু ভাড়া কত?

 (ক) নং এর সমাধান

ডেকের যাত্রী সংখ্যা $x$ জন

$\therefore$ কেবিনের যাত্রী সংখ্যা $\frac{x}{3}$ জন।

শর্তানুসারে, $x+\frac{x}{3}=376$ [Answer]


(খ) নং এর সমাধান

‘ক’ হতে পাই,
$x+\frac{x}{3}=376$

বা, $3x+x=376 \times 3$

বা, $4x=376 \times 3$

বা, $x=\frac{376 \times 3}{4}$

বা, $x=94 \times 3$

$\therefore x=282$ [Answer]


(গ) নং এর সমাধান

‘খ’ হতে পাই,
ডেকের যাত্রী সংখ্যা $282$ জন এবং কেবিনের যাত্রী সংখ্যা $94$ জন।

দেওয়া আছে,
ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া $60$ টাকা।

ধরি, কেবিনের মাথাপিছু ভাড়া $y$ টাকা।

প্রশ্নমতে,
$282 \times 60 + 94 \times y = 33840$

বা, $94y + 16920=33840$

বা, $94y = 33840-16920$

বা, $94y = 16920$

বা, $y = \frac{16920}{94}$

$\therefore y = 180$

সুতরাং কেবিনের মাথাপিছু ভাড়া $180$ টাকা। [Answer]

Click to rate this post!
[Total: 2 Average: 3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *