বাংলাদেশ পুলিশের উল্লেখযোগ্য শাখা
বাহিনী | প্রধান |
---|---|
স্পেশাল ব্রাঞ্চ (SB) | এডিশনাল আইজি (Additional IG) |
সিআইডি (CID) | সিআইডি (CID) |
মেট্রোপলিটন পুলিশ (Metropolitan Police) | কমিশনার (Commissioner) |
র্যাব (RAB) | মহাপরিচালক (General Director) |
রেলওয়ে পুলিশ (জিআরপি) (GRP) | ডিআইজি (DIG) |
আর্মড পুলিশ ব্যাটালিয়ন | ডিআইজি (DIG) |
পুলিশ ইন্টারনাল ওভারসাইট | ডিআইজি (DIG) |
ইমিগ্রেশন পুলিশ | ডিআইজি (DIG) |
সোয়াট | ডিআইজি (DIG) |
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক | ডিআইজি (DIG) |
হাইওয়ে পুলিশ | ডিআইজি (DIG) |
এসএএফ (আর্মড ফোর্স) | এসপি (SP) |
ট্যুরিস্ট পুলিশ | – |
শিল্পাঞ্চল পুলিশ | ডিআইজি (DIG) |
ক্রিমিনাল ইন্টেলিজেন্স ইউনিট (CIU) | ডিআইজি (DIG) |
নৌ পুলিশ | ডিআইজি (DIG) |
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI) | ডিআইজি (DIG) |
স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (SPB) | ডিআইজি (DIG) |
বিবিধ
বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি?
— ডিটেকটিভ
‘ডিটেকটিভ’ প্রথম কবে প্রকাশিত হয়?
— ১৯৬০ সালে।
আনআর্মড পুলিশ বা নিরস্ত্র পুলিশ বলতে কি বোঝায়?
— বিশেষ সশস্ত্র
বাহিনীতে নিযুক্ত নয় এরকম পুলিশ।
আর্মড পুলিশ কারা?
— পুলিশ লাইনে
নিযুক্ত বা এসএএফ-এর সদস্যবৃন্দ।
কয়েকজন পুলিশের নাম উল্লেখ করুন যারা
সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিবেবে পরিচিত
আবুল খায়ের মুসলেহ উদ্দিন | নাটক, গল্প, উপন্যাস |
ধীরাজ ভট্টাচার্য | চলচ্চিত্র নায়ক, লেকক |
নওশাদ খন্দকার | নাটক, গান |
আবদুল খালেক | নাটক, গান |
আবু ইসহাক | গল্প, উপন্যাস, প্রবন্ধ |
‘আমি যখন পুলিশ ছিলাম’ এর লেখক কে?
— ধীরাজ ভট্টাচার্য
পুলিশ
স্টেট কি?
— যখন কোনো রাষ্ট্রে নাগরিকগণ মৌলিক স্বাধীনতা (স্বাধীন মতামত প্রকাশ,
চিন্তা ও বিশ্বাস) হতে বঞ্চিত হয় তখন তাকে স্টেট বলা হয়।
পুলিশ
কর্মকর্তা আবুল খায়ের মোসলেহ উদ্দিনের কয়েকটি গ্রন্থের নাম লিখুন
— চিরকুট,
শালবনের রাজা, নেপথ্য নাটক, নল খাগড়ার সাপ, নারিন্দা লেন।
আলোচিত রুবেল
হত্যা মামলায় কোন পুলিশ অফিসারের যাবজ্জীবন কারাদণ্ড হয়?
— পুলিশ অফিসার এস
আকরাম।
যুক্তরাষ্ট্রে পুলিশ বাহিনী কবে গঠিত হয়?
— ১৮৩০ সালে।
বিচারকার্যের ক্ষেত্রে পুলিশের হাতে কি কি থাকে?
— ক. চার্জশীট –
এটি পাঠালে মামলা শুরু হয়।
— খ. ফাইনাল রিপোর্ট – এটি পাঠালে মামলা খারিজ হয়।
জাপানি পুলিশ চোরকে কি বলে সম্বোধন করে?
— দোব্রোবো সান (অর্থাৎ চার
সাহেব)
সরকার পুলিশ বাহিনীর সদস্যের ওপর নজরদারী করার লক্ষ্যে নতুন কোন
গোয়েন্দ ইউনিট গঠনের কাজ শুরু করেছে?
— কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট।
ক্রাইম কনফারেন্স কি?
— পুলিশ বাহিনী নিজেদের উন্নয়নে ও অপরাধ
কমানোর জন্য মাসিক যে সম্মেলন করে তাকে মাসিক ক্রাইম কনফারেন্স বলে।
ব্রিটেনে প্রথম কবে পুলিশ বাহিনী গঠন করা হয়?
— ব্রিটিশ প্রথম
প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোলের আগ্রহে ১৮২৯ সালে পুলিশ বাহিনী গঠনের প্রস্তাব
পার্লামেন্টে পাস হয়।
বাংলাদেশে পুলিশ বাহিনীতে নির্বাচনের মাপকাঠি
কি?
— দৈহিক উচ্চত, শারীরিক বিকাশ।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে
‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (CTTC)’ ইউনিট গঠিত হয় কবে?
— ১৬
ফেব্রুয়ারি ২০১৬।
বাংলাদেশের গোয়েন্দা সংস্থা
নাম | পূর্ণরূপ | যে সংস্থার গোয়েন্দা |
---|---|---|
অপরাধ তদন্ত বিভাগ (CID) | Criminal Investigation Department (CID) | বাংলাদেশ পুলিশ |
বিশেষ শাখা (SB) | Special Branch (SB) | বাংলাদেশ পুলিশ |
ক্রিমিনাল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ইউনিট | Criminal Intelligence Analysis Unit | বাংলাদেশ পুলিশ |
ডিটেকটিভ অ্যান্ড ক্রিমিনাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ | Detective and Criminal Intelligence Branch | ঢাকা মহনগর পুলিশ |
র্যাব ইন্টেলিজেন্স উইং | RAB Intelligence Wing | র্যাব |
ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (FIU) | Financial Intelligence Unit | বাংলাদেশ ব্যাংক |
সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট (CIU) | Central intelligence Unit | জাতীয় রাজস্ব বোর্ড |
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (DGFI) | Directorate General of Forces Intelligence | সামরিক বাহিনী |
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) | National Security Intelligence | বাংলাদেশ সরকার |
সামরিক গোয়েন্দা শাখা (বিভাগ) (DMI) | Directorate of Military Intelligence | সামরিক বাহিনী |
ডিরেক্টরেট অব নেভাল ইন্টেলিজেন্স | Directorate of Neval Intelligence | বাংলাদেশ নৌবাহিনী |
অফিস অব এয়ার ইন্টেলিজেন্স | Office of Air Intelligence | বাংলাদেশ বিমানবাহিনী |
বর্ডার সিকিউরিটি ব্যুরো | Border Security Bureau | বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) |