বাংলাদেশ পুলিশ বিষয়ক সাধারণ জ্ঞান – ৫ম পর্ব

বাংলাদেশ কোস্টগার্ড

বাংলাদেশে কবে কোস্টগার্ড গঠন করা হয়?
— ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর। আইন পাস হয়- সেপ্টেম্বর ১৯৯৪।

কোস্টগার্ড বাহিনী গঠনের উদ্দেশ্য কি?
— উপকূলের নিরাপত্তা ও নৌযানগুলোকে জলদস্যুদের হামলা থেকে রক্ষা করা।

বাংলাদেশের উপকূলীয় সীমান্তের দৈর্ঘ্য কত?
— ৭১০ কিলোমিটার।

কোস্টগার্ডের কার্যক্রম শুরু হয় কবে?
— ২০ ডিসেম্বর ১৯৯৫।

বাংলাদেশ কোস্টগার্ড-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
— ঢাকায়।

কোস্টগার্ডের আঞ্চলিক অফিস কয়টি ও কোথায় অবস্থিত?
— ২টি; চট্টগ্রাম ও খুলনায়।

অপারেশন জাটকা কি?
— জাটকা নিধন বন্ধে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক পরিচালিত অভিযান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বাংলাদেশ রাইফেলস (বিডিআর)- এর বর্তমান নাম কি?
— বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)

BGB-এর পূর্ণরূপ কি?
— Border Guard Bangladesh

বর্ডার গার্ড বাংলাদেশ আইন জাতীয় সংসদে পাস হয় কবে?
— ৮ ডিসেম্বর ২০১০।

বর্ডার গার্ড বাংলাদেশ আইন রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কবে?
— ২০ ডিসেম্বর ২০১০।

বর্ডার গার্ড বাংলাদেশ আইনে বিদ্রোহের জন্য সর্বোচ্চ শাস্তি কি?
— মৃত্যুদণ্ড।

বর্ডার গার্ড বাংলাদেশ কবে যাত্রা শুরু করে?
— ২৩ জানুয়ারি ২০১১।

বর্ডার গার্ড বাংলাদেশের প্রথম নাম কি ছিল?
— রামগড় লোকাল ব্যাটালিয়ন (প্রতিষ্ঠা ২৯ জুন ১৭৯৫)

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) গঠিত হয় কবে?
— ৩ মার্চ ১৯৭২।

বাংলাদেশ রাইফেলস-এর প্রতীক কি?
— বিশেষ বেজমেন্টে আবদ্ধ ক্রস রাইফেলের ওপর শাপলা।

বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদর দপ্তর কোথায়?
— পিলখানা, ঢাকা।

বর্ডার গার্ড বাংলাদেশকে জাতীয় পতাকা প্রদান করা হয় কত সালে?
— ৩ মার্চ ১৯৮০।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ-এর কতজন সদস্যকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়?
— ২ জন (বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ)।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বাহিনীর খেতাবপ্রাপ্ত সদস্য সংখ্যা কতজন?
— ১৪৯ জন (২ জন বীরশ্রেষ্ঠ, ৭ জন বীরউত্তম, ৩৬ জন বীরবিক্রম ও ১০৪ জন বীরপ্রতীক)

মুক্তিযুদ্ধে এ বাহিনীর কতজন সদস্য শহীদ হন?
— ৮১৭ জন।

ঢাকার পিলখানায় মর্মান্তিক বিডিআর বিদ্রোহ সংঘটিত হয় কবে?
— ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯।

বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) -এর সদস্যকে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কতটি ক্যাটাগরিতে পদক দেয়া হয়?
— ৪টি। ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক’, ‘প্রেসিডেন্ট বর্ডার গার্ড পদক’, ‘বর্ডার গার্ড বাংলাদেশ (সেবা) পদক’, ও ‘প্রেসিডেন্ট বর্ডার গার্ড (সেবা) পদক’।

নাম সময়কাল
রামগড় লোকাল ব্যাটালিয়ন ১৭৯৫ – ১৮৬১
ফ্রন্টিয়ার গার্ডস ১৮৬১ – ১৮৭৯
স্পেশাল রিজার্ভ কোম্পানি ১৮৭৯ – ১৮৯১
বেঙ্গল মিলিটারি-পুলিশ ১৮৯১ – ১৯২০
ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ১৯২০ – ১৯৪৭
ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) ১৯৪৭ – ১৯৭২
বাংলাদেশ রাইফেলস (বিডিয়ার) ১৯৭২ – ২০১১
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০১১ – বর্তমান

আনসার ও ভিডিপি

আনসার বাহিনী কবে গঠিত হয়?
— ১২ ফেব্রুয়ারি ১৯৪৮

আনসার ও ভিডিপি দিবস কবে পালিত হয়?
— ১৬ ফেব্রুয়ারি।

VDP-এর পূর্ণরূপ কি?
— Village Defense Party.

আনসার আইন পাস হয় কবে?
— ১৯৪৮ সালে (তৎকালীন পূর্ব পাকিস্তান আইন পরিষদে)

বাংলাদেশ আনসার রুলস প্রথম প্রণীত হয় কবে?
— ২০ আগস্ট ১৯৪৮

১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে আনসার বাহিনীর কতজন সদস্য শহীদ হন?
— ৬৪৭ জন।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ আনসার বাহিনীর কতজন সদস্য বিশেষ খেতাবে ভূষিত হন?
— ১৪ জন (৬ জন বীরবিক্রম, ৮ জন বীরপ্রতীক)।

বাংলাদেশ আনসার বাহিনীতে মহিলা নিয়োগ করা হয় কবে থেকে?
— ১৯৭৬ সাল থেকে।

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত আনসার একাডেমির বর্তমান নাম কি?
— আনসার ভিডিপি একাডেমি।

‘বাংলাদেশ আনসার বাহিনী আইন’ এবং ‘ব্যাটালিয়ন আনসার আইন’ পাস হয় কবে?
— ১৯৯৮ সালে।

বাংলাদেশের আনসার বাহিনীর সুবর্ণ জয়ন্তী পালিত হয় কবে?
— ১৯৯৮ সালে।

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Reply Cancel reply