প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু টানেল-
বঙ্গবন্ধু টানেল হলো – কর্ণফুলী নদীর নিচে অবস্থিত বাংলাদেশের দীর্ঘতম সুড়ঙ্গ পথ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন – ২৮ অক্টোবর ২০২৩।
বঙ্গবন্ধু টানেলে নির্মাণ করা হয়েছে – কর্ণফুলী নদীতে।
বঙ্গবন্ধু টানেলের অপর নাম – কর্ণফুলী টানেল।
বঙ্গবন্ধু টানেলের পূর্ণ নাম – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel)
টানেলের ভূমিকম্প সহনীয় মাত্রা – রিখটার স্কেলে ৭,৫।
বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সর্বপ্রথম যাত্রা শুরু হয় – ১৪ ফেব্রুয়ারি ২০১৬।
বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ উদ্বোধন হয় – ২৪ ফেব্রুয়ারি ২০২১৯
বঙ্গবন্ধু টানেল অবস্থিত – চট্টগ্রাম জেলায়।
টানেলটি সংযুক্ত হয়েছে – পতেঙ্গা ৪১নং ওয়ার্ডের নেভাল একাডেমির বন্দর অঞ্চল থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত।
মূল টানেলের দৈর্ঘ্য – ৩.৩২ কিলোমিটার।
সংযোগ সড়কসহ টানেলের মোট দৈর্ঘ্য – ৯.৩৯ কি.মি.।
বঙ্গবন্ধু টানেলের বায়ুচলাচল ফ্যান আছে – ৮টি।
বঙ্গবন্ধু টানেলের জেট ফ্যান সংখ্যা – ১২৬টি।
বঙ্গবন্ধু টানেলের টিউবের সংখ্যা – ২টি।
২টি টিউবে লেনের সংখ্যা – ৪টি।
দুইটি টিউবের প্রতিটির দৈর্ঘ্য – ২.৪৫ কিলোমিটার।
প্রতিটি টিউবের প্রস্থ – ৩৫ ফুট।
দুইটি টিউবের মধ্যবর্তী ব্যবধান – ১১মিটার।
দুইটি টিউবের উচ্চতা – ১৬ ফুট।
বঙ্গবন্ধু টানেলের ব্যাস – ১০.৮০ মিটার।
জিডিপিতে বার্ষিক প্রবৃদ্ধি বাড়াবে – ০.১৬৬%।
সংযোগ সড়কের দৈর্ঘ্য – উভয় দিকে মোট ৫.৩৫ কি.মি.।
বঙ্গবন্ধু টানেলের যানবাহনের গতিসীমা – ৮০ কি.মি./ঘণ্টা।
বঙ্গবন্ধু টানেলের গভীরতা – সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার।
বঙ্গবন্ধু টানেলের যানবাহন চলাচল ক্ষমতা – প্রতি ঘণ্টায় প্রায় ৮০০০টি।
বঙ্গবন্ধু টানেল অর্থায়ন করে – বাংলাদেশ সরকার (৪৪৬১ কোটি ২৩ লাখ টাকা) এবং চীনের এক্সিম ব্যাংক (৫৯১৩ কোটি টাকা)।
বঙ্গবন্ধু টানেলের ইংরেজি অপর নাম – Two towns – one city।
বঙ্গবন্ধু টানেলের স্বত্বাধীকারী – বাংলাদেশ সরকার।
নদীর তলদেশ দিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম টানেল – বঙ্গবন্ধু টানেল।
বঙ্গবন্ধু টানেল নির্মাণে আর্থিক সহায়তাকারী দেশ – চীন।
বঙ্গবন্ধু টানেলের প্রবেশপথ – চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে কর্ণফুলী নদীর ২ কি.মি. ভাটির দিকে নেভি কলেজের নিকট।
বিশ্বের যে শহরের মতো চট্টগ্রাম ওয়ান সিটি-টু টাউন (এক নগর দুই শহর) – চীনের সাংহাই নগরীর মতো।
বঙ্গবন্ধু টানেল নির্মাণ (বাস্তবায়ন) করে – চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন এ্যান্ড কনস্ট্রাশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)
বঙ্গবন্ধু টানেল প্রকল্প ব্যায় – প্রায় ১০৬৮৯.৭১ কোটি টাকা।