Disclaimer

Disclaimer
এই ব্লগের মালিক সরাসরি স্বীকার করছে যে-
  • এই ব্লগের প্রায় সব লিখাই বিভিন্ন বই থেকে সংগ্রহ করা।
  • এই ব্লগের নোটগুলি যদি কেউ কালেকশন করেন এবং সেগুলি নিজের শিক্ষা বা কর্ম জীবনে ব্যবহার করেন এবং এতে যদি তার বা অন্য কারো ক্ষতিসাধন হয় তবে এর জন্য এই ব্লগের মালিক দায়ী নয়।
  • এই ব্লগের কোনো নোট পরীক্ষায় পূর্ণনম্বর নিশ্চিত করে না।
  • এই ব্লগেরর সকল নোট ব্লগ মালিকের নিজস্ব সৃষ্টি নয়। বেশি ভাগ নোটই বিভিন্ন লেখকের বই থেকে সংগ্রহ করা।
  • এই ব্লগে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা হচ্ছে। যার কারণে ভিজিটর কিছুটা বিড়ম্বনার শিকার হতে পারেন।
  • সময়ের সাথে বিশ্ব তথ্যও পরিবর্তনশীল। তাই কিছু কিছু পোস্টের তথ্য আপডেট নাও থাকতে পারে।
  • কেউ তথ্যের সত্যতা প্রমাণের জন্য এই ব্লগ’কে রেফারেন্স হিসেবে ব্যবহার করলে তা গ্রহণযোগ্য হবে না।
  • সবশেষে এই ব্লগ ১০০ ভাগ শুদ্ধ নয়।

Educational Note Share

Exit mobile version