মডিউল-৬/সেশন-১
পরিবার পরিকল্পনা
জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণের কত ঘণ্টার মধ্যে বমি হলে আরো একটি পিল গ্রহণ করতে হবে? — ২ ঘণ্টার মধ্যে।
ডিম্বাণু পরিস্ফুটনের আগে পিল গ্রহণ করলে কি হতে পারে? — রক্তস্রাব হতে পারে।
ডিম্বাণু পরিস্ফুটনের পরে পিল গ্রহণ করলে কি হতে পারে? — মাসিক বিলম্বিত হতে পারে।
জন্মনিয়ন্ত্রণ পিল ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় করা যাবে কী? — জন্মনিয়ন্ত্রণ পিল OTC ড্রাগ নয়, কাজেই এটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় করা যাবে না।
মাসিক শুরুর কত দিনের মধ্যে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন নিতে হয়? — পাঁচ দিনের মধ্যে।
জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনে কি হরমোন থাকে? — প্রজেস্ট্রোজেন হরমোন।
জন্মনিয়ন্ত্রণের জন্য বাজারে কত ধরণের ইনজেকশন রয়েছে? — দুই ধরনের।
জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ডিপোপ্রভেরার মাধ্যমে কতদিন পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ করা যায়? — তিন মাস।
জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন নরিস্টিরেট এর মাধ্যমে কতদিন পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ করা যায়? — দুই মাস।
জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ডিপোপ্রভেরায় কি রয়েছে? — মেডরক্সিপ্রজেসটেরন।
জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন নরিস্টিরেট এ কি রয়েছে? — নরইথিস্টেরন।
গর্ভধারণ করতে চাইলে ইনজেকশন ছেড়ে দিলেও স্বাভাবিক হতে কত মাস সময় লাগে? — ৬ হতে ১২ মাস সময় লাগে।
জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন নিলে কত % পর্যন্ত মহিলাদের মাসিক বন্ধ থাকতে পারে? — ৭০%।
নরপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি ___ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি — দীর্ঘমেয়াদী অস্থায়ী।
একটি নরপ্ল্যান্টের সেটে কয়টি ছোট নরম এক্সিকন ক্যাপসুল থাকে? — ৬টি।
নরপ্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়? — কুনুইয়ের উপরে চামড়ার ঠিক নিচে স্থাপন করা হয়।
নরপ্ল্যান্ট একটি হরমোন জাতীয় ওষুধ যার মধ্যে ___ রয়েছে — লেভোনরজেস্ট্রিল ৩৬ মি.গ্রা.।
নরপ্ল্যান্ট ব্যবহার করে কত বছর পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ করা যায়? — ৫ বছর পর্যন্ত।
নরপ্ল্যান্ট এর সাইজ কত? — লম্বায় ২.৪ মি.মি. এবং পরিধি ৩৪ মি.মি।
সাধারণত ___ দেশগুলোতে নরপ্ল্যান্ট বেশি ব্যবহিত হয়? — উন্নয়নশীল এবং অনুন্নত।
কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমেরিকাতে কত সালে নরপ্ল্যান্ট এর ব্যবহার বন্ধ করা হয়? — ২০০২ সালে।
প্রসবের কত সপ্তাহ পর থেকে নরপ্ল্যান্ট ব্যবহার করা যায়? — ৬ সপ্তাহ পর থেকে।
___ বছর পর হতে মাসিক কমে গিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে যা মহিলাদের ক্ষেত্রে সুবিধাজনক। — ১
নরপ্ল্যান্ট ব্যবহারের ফলে কত মাস পর্যন্ত অনিয়মিত রক্তস্রাব হতে পারে? — ৬-১২ মাস।
ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস কি? — মহিলাদের জন্য একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।
ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস কোথায় স্থাপন করতে হয়? — জরায়ুতে স্থাপন করতে হয়।
এটি ইংরেজি T এর আকৃতির উপকরণ যা একধরনের ___ দ্বারা তৈরি — প্লাস্টিক।
ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস কত প্রকার? — দুই প্রকার (কপারযুক্ত আই.ইউ.ডি এবং হরমোনযুক্ত আই.ইউ.এস)
আমাদের দেশে কত ধরনের কপার IUD রয়েছে? — তিন ধরনের (কপার টি ৩৮০ IUD, মাল্টিলোড ৩৭৫ IUD, কপার টি ২০০ বি IUD)
কপার টি ৩৮০ IUD এর কার্যকারিতার মেয়াদ কত বছর? — ১০ বছর।
মাল্টিলোড ৩৭৫ IUD এর কার্যকারিতার মেয়াদ কত বছর? — ৫ বছর।
কপার টি ২০০ বি IUD এর কার্যকারিতার মেয়াদ কত বছর? — ৩ বছর।
হরমোনযুক্ত আই.ইউ.এস এর মধ্যে ৫ বছরের ডোজ হিসেবে কি রয়েছে? — লেভোনরজেস্ট্রেল ৫২ মি.গ্রা.।
কনডম কি দিয়ে তৈরি? — পাতলা ল্যাটেক্স নামক রাবার দিয়ে।
বিশ্বব্যাপী সবচেয়ে সমাদৃত ও ব্যবহিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি? — কনডম ব্যবহার।
পুরুষদের জন্য স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির নাম কি? — ভ্যাসেকটমি।
ছোট একটি অপারেশন এর মাধ্যমে শুক্রথলিতে শুক্রাণুর প্রবেশ বন্ধ করে দেওয়া হয় কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে? — ভ্যাসেকটমি।
মহিলাদের জন্য স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির নাম কি? — লাইসেশন।
কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে অপারেশনের মাধ্যমে ফেলোপিয়ান টিউব কেটে বা বেঁধে দেওয়া হয়? — লাইসেশন।
কখন বাচ্চা নিতে গেলে মা ও শিশু উভয়ের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়? — ২০ বছরের আগে এবং ৩৫ বছরের পরে।
কত বছরের আগে মেয়েরা মানসিক ও শারীরিকভাবে সন্তান ধারণের উপযুক্ত হয় না? — ২০ বছরের।
অল্প বয়সে মা হলে ভূমিষ্ঠ সন্তান কি হওয়ার সম্ভাবনা থাকে? — অপরিপক্ক, প্রায়ই স্বাস্থ্যহীন, রোগাক্লান্ত, ও মানসিক প্রতিবন্ধি হওয়ার সম্ভাবনা থাকে।
একটি দম্পত্তির জন্য কয়টি সন্তান সবচেয়ে ভাল ব্যবস্থা? — ২ টি।
বাচ্চার সংখ্যা কত জনের বেশি হলে মায়ের গর্ভধারণ ও প্রসবজনিত সমস্যা এবং মা ও শিশুর স্বাস্থ্যঝুকি বেড়ে যায়? — ৪ জনের।
শিশুকে খাওয়াতে গেলে মায়ের কি কি জ্ঞান থাকা দরকার? — শিশুর খাদ্য, খাদ্যের পরিমাণ, খাওয়ানোর সময় তালিকা, শিশুর বয়স, খাদ্য তৈরির পরিষ্কার তৈজস্পত্র, খাওয়ানোর পদ্ধতি সম্পর্কে।
কত মাস বয়স পর্জন্ত শিশু কেবল্মাত্র মায়ের বুকের দুধের ওপর নির্ভর করে থাকতে পারে? — ৬ মাস।
শিশুর বয়স কত মাস পূর্ণ হলে বাড়তি খাবারের প্রয়োজন হয়? — ৬ মাস।
শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে তার জন্য গর্ভধারণের ___ থেকেই প্রস্তুতি নিতে হবে। — অনেক আগে।
অর্থাৎ,
ক) মাতৃত্বের প্রস্তুতি;
খ) ঝুঁকিবিহীন নিরাপদ মাতৃত্ব অর্জন;
গ) ভূমিষ্ঠ শিশুর উপযুক্ত যত্ন নেয়া এবং
ঘ) শিশুর স্বাস্থ্যবিষয়ক ও স্বাস্থ্য সমস্যায় যথাযথ ভূমিকা পালন করা।